Year Ender 2022: বছরভর মোদি সরকারের নেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপ
Modi Govt Decision 2022: গত এক বছরে ভারত সরকারের (Indian Govt) নেওয়া কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকে ফিরে তাকাই যার উপর দেশটি আগামী বছরগুলিতে কাজ করতে চলেছে।
কলকাতা: ২০২৩ এ প্রবেশ করেছি আমরা। এবার ফেলে আসা বছরকে ফিরে দেখার সময়। গত এক বছরে ভারত সরকারের (Indian Govt) নেওয়া কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকে ফিরে তাকাই যার উপর দেশটি আগামী বছরগুলিতে কাজ করতে চলেছে।
অগ্নিপথ প্রকল্প:
অগ্নিপথ প্রকল্প কি ? এককথায় অগ্নিপথ স্কিম বা প্রকল্প হল ভারতীয় সেনাবাহিনীতে সেনা নিয়োগের একটি পদ্ধতি। তবে এই নিয়োগ হবে চার বছরের চুক্তির মাধ্যমে। চার বছর পর অর্থাৎ চাকরির মেয়াদ শেষ হবার পর পারফরম্যান্স এর ভিত্তিতে ২৫% অগ্নিবীরদের স্থায়ী চাকরি দেওয়া হবে। ১৪ জুন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অগ্নিপথ প্রকল্প ঘোষণা করেছিলেন।
নতুন বন্দে ভারত ট্রেন:
ভারতীয় রেলের জন্য সবচেয়ে বড় বাজেট বরাদ্দ রয়েছে এই ট্রেনের জন্য। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, "আগামী ৩ বছরে আরও ভাল দক্ষতা সহ ৪০০টি নতুন প্রজন্মের বন্দে ভারত ট্রেন আনা হবে।
ভারতে 5G চালু:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১ অক্টোবর দেশে 5G পরিষেবা চালু করেছেন, যা মোবাইল ফোনে অতি উচ্চ-গতির ইন্টারনেটের যুগের সূচনা করেছে৷ প্রধানমন্ত্রী IMC 2022 সম্মেলনে নির্বাচিত শহরগুলিতে 5G পরিষেবা চালু করেছিলেন। আগামী কয়েক বছরের মধ্যে এই পরিষেবাগুলি ক্রমান্বয়ে সমগ্র দেশে বিস্তার লাভ করবে৷
আরও পড়ুন, মালবাজারে হড়পা বানে বিপর্যয়, ময়নাগুড়িতে ভয়ঙ্কর ট্রেন অ্যাক্সিডেন্ট! বছরভরের দুর্ঘটনা
পিএম গতি শক্তি প্রকল্প:
গতিশক্তি মাল্টি মডেল প্রকল্পটির অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রকল্পটি ভারত সরকারের একটি মাস্টার প্ল্যান। গত বছর ২০২১ সালের ২১ অক্টোবর প্রকল্পটি গৃহীত হয়। দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল গুলিকে সংযুক্ত করা এবং দেশের সামগ্রিক বিকাশের মাধ্যমে ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে দেশকে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই প্রকল্পটি গৃহীত হয়েছে। ৭৫ তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এই প্রকল্পটির ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দশম ও দ্বাদশ শ্রেণিতে দক্ষতা ভিত্তিক প্রশ্ন:
শিক্ষামন্ত্রকের তরফে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষাকে আরও বোধগম্য করে তুলতে দক্ষতা ভিত্তিক প্রশ্ন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা প্রতিমন্ত্রী বলেছেন, ২০২৩ সালের দশম শ্রেণির পরীক্ষায় ৪০ শতাংশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৩০ শতাংশ প্রশ্ন দক্ষতা-ভিত্তিক করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী। এই প্রশ্নগুলির মধ্যে যেমন থাকতে অবজেক্টিভ টাইপ, ঠিক তেমনই থাকবে কনস্ট্রাকটিভ টাইপের প্রশ্নও।