Youtuber Murder Husband: স্বামীকে ওড়না পেঁচিয়ে খুন ইউটিউবার স্ত্রী'র, প্রেমিককে সঙ্গে নিয়ে দেহ ফেলল ড্রেনে
Viral News: পরপুরুষের সঙ্গে হাতেনাতে ধরা! স্বামীকে ওড়না পেঁচিয়ে খুন ইউটিউবার স্ত্রী'র

নয়া দিল্লি: সোশাল মিডিয়ায় তাঁরা 'হ্যাপি কাপল'। হেসেখেলে, নেচে গেয়ে পোস্ট করেন। রিল-এ তাঁরা বেশ জনপ্রিয় হয়ে উঠছিলেন। এরপরই মধ্যে রিয়েল লাইফে ঘটে গেল ভয়ঙ্কর 'কন্টেন্ট'। প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার পর স্বামীকেই খুন করলেন ইউটিউবার স্ত্রী।
ঘটনাটি ঘটেছে হরিয়ানার হিসার জেলায়। ৩২ বছর বয়সী রবিনা এবং সুরেশ ইনস্টাগ্রামে মিট করেন প্রথমে। হরিয়ানার প্রেমনগরে ছোট ছোট ভিডিও তৈরি শুরু করেন তাঁরা। যদিও এই বিষয়টি মেনে নিতে পারেননি রবিনার স্বামী প্রবীণ এবং পরিবার। তাঁদের আপত্তির তোয়াক্কা না করেই প্রায় দেড় বছর ধরে একসঙ্গে কন্টেন্ট তৈরি করেছেন রবিনা-সুরেশ।
ছোট ছোট ভিডিও এবং নাচের রিলের মাধ্যমে, তাঁর ইনস্টাগ্রামে ৩৪ হাজারের এরও বেশি ফলোয়ার রয়েছে। এমনকী ইউটিউবে তার ভিডিও সিরিজে অন্যান্য শিল্পীরাও ছিলেন। ভিডিও তৈরিতে মগ্ন রবিনা তার পরিবারের তীব্র আপত্তি সত্ত্বেও কন্টেন্ট তৈরি চালিয়ে যান। এমনকি এই বিষয়টি নিয়ে তার স্বামীর সঙ্গে প্রায়ই ঝগড়া লেগে থাকত।
এরপর ঘটে চরম ঘটনা। ২৫ মার্চ ৩৫ বছর বয়সী প্রবীণ স্ত্রী রবিনা এবং সুরেশকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এরপর তাঁরা ঝগড়ায় জড়িয়ে পরে। এরপর রবিনা এবং সুরেশ তাঁকে দোপাট্টা দিয়ে শ্বাসরোধ করে খুন করে। পরিবারের সদস্যরা প্রবীণের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করলে, সে না জানার ভান করে, এমনটাই খবর।
পুলিশ সূত্রে খবর, মধ্যরাতে রবিনা এবং সুরেশ প্রবীণের মৃতদেহ একটি বাইকে করে নিয়ে যায়। সেখানে একটি ড্রেনে তারা প্রবীণের দেহ ফেলে দিয়ে চলে যায়। ২৮ মার্চ, সদর পুলিশ প্রবীণের মৃতদেহ পচা অবস্থায় খুঁজে পায়।
পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারে হেলমেট পরা এক ব্যক্তি বাইকে চড়ে আছেন এবং মুখ ঢাকা রবিনা তার পিছনের সিটে বসে আছেন। মাঝে ছিল প্রবীণের দেহটি। কিন্তু ২ ঘণ্টা পরে যখন তাঁরা ফিরে আসে সেই সময় মৃতদেহটি ছিল না। বর্তমানে জেল হেফাজতে রয়েছে রবিনা এবং সুরেশ। প্রবীণের ছয় বছরের ছেলে এখন তার দাদা সুভাষ এবং কাকা সন্দীপের পরিবারে আশ্রয় নিয়েছে।






















