Viral News: সাত পাক-সিঁদুরদানে নিজেই নিজেকে বিয়ে! মন্ডপ সাজছে ভাদোদরায়
Sologamy in India: গুজরাতের ভাদোদরার বাসিন্দা ক্ষমা বিন্দু। তিনি নিজেই নিজেকে বিয়ে করবেন। হিন্দু বিবাহ রীতির সবকটাই মেনে হবে যাবতীয় বিয়ের অনুষ্ঠান।
নয়াদিল্লি: সাজানো হচ্ছে বিয়ের জায়গা। যাবতীয় প্রস্তুতি তুঙ্গে। হিন্দু মতে বিয়ের জন্য় যাবতীয় উপকরণও থাকবে। কিন্তু পাত্র থাকবেন না, থাকবেন শুধুমাত্র পাত্রী। একটু খোলসা করে বলা যাক। বিয়ে হবে, তবে নিজেই নিজেকে বিয়ে করবেন ওই পাত্রী। এমনই অন্যরকম একটি বিয়ে হতে চলেছে গুজরাতে। পাত্রীর নাম ক্ষমা বিন্দু (Kshama Bindu)। ১১ জুন হতে চলেছে সেই বিয়ে।
গুজরাতের ভাদোদরার বাসিন্দা ক্ষমা বিন্দু। তিনি নিজেই নিজেকে বিয়ে করবেন। হিন্দু (Hindu) বিবাহ রীতির সবকটাই মেনে হবে যাবতীয় বিয়ের অনুষ্ঠান। থাকবে সাতপাকের প্রথা, হবে সিঁদুর দানও। তারপরে ২ সপ্তাহের জন্য মধুচন্দ্রিমাও যাবেন তিনি।
কেন এমন বিয়ে?
সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, তিনি কখনও বিয়ে করতে চাননি। কিন্তু বিয়ের কনে হতে চেয়েছিলেন তিনি। সেই কারণেই নিজেই নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন গুজরাতের ভাদোদরার বাসিন্দা বছর চব্বিশের ক্ষমা বিন্দু। তঁর ইন্সটাগ্রাম (Instagram) প্রোফাইল বলছে তিনি পেশায় একজন ডিজিটাল ক্রিয়েটার। তাঁর নিজের ইউটিউব চ্যানেলও রয়েছে। জুন মাসে প্রাইড মান্থ (Pride Month) চলছে, LGBTQ-জনগোষ্ঠীর স্বাধীনতা, স্বীকৃতি, অধিকার এবং সম্মানের কথা বলতেই উদযাপন করা হয় এই মাসটি। সেই মাসেই এমন বিয়ের সিদ্ধান্ত ওই তরুণীর। ক্ষমা জানিয়েছেন, নিজের জন্য বাঁচা, নিজেকে ভালবাসার কারণেই এমন বিয়ে (Self Marriage)। নিজের সত্ত্বাকে সম্পূর্ণ রূপে মেনে নেওয়া হবে এই পদক্ষেপের মাধ্যমে। ক্ষমার মতে, একজন আর একজনে ভালবেসে বিয়ে করেন। তিনি নিজেকে ভালবাসেন সেই কারণেই তিনি নিজেই নিজেকে বিয়ে করতে চলেছেন। এই বিয়ে করে, তিনি নিজের জন্য কাজ করা, নিজের খেয়াল রাখার অঙ্গীকার নেবেন। তাঁর এই সিদ্ধান্তে তাঁর বাবা-মার সমর্থন রয়েছে, তাঁরা আশীর্বাদ করেছেন বলে জানিয়েছেন ক্ষমা।
আরও একটি বার্তা:
নারীর প্রয়োজনীয়তা রয়েছে। নারীর গুরুত্বের বার্তা দেবে তাঁর এই কাজ।
ভারতে প্রথম?
সংবাদ মাধ্যমে ক্ষমা জানিয়েছেন, নিজেই নিজেকে বিয়ের (Sologamy) ঘটনা ভারতে হয়েছে বলে তিনি জানেন না। তিনি জানিয়েছেন, হয়তো ভারতে এমন বিয়ে প্রথমবার তিনিই করছেন।
সোলোগ্যামি কী?
নিজেই নিজেকে বিয়ে করার বিষয়টিকে সোলোগ্যামি (Sologamy) বা অটোগ্যামি (autogamy) বলা হয়ে থাকে। বিশ্বে নানা জায়গায় এমন বিয়ের ঘটনা দেখা গিয়েছে। যাঁরা এই প্রথাকে সমর্থন করেন, তাঁরা বলে থাকেন, নিজের গুরুত্বকে সবচেয়ে উপরে রেখে খুশি থাকতেই এমন বিয়ে গুরুত্বপূর্ণ। যদিও এখনও পর্যন্ত কোনও দেশের আইনে আলাদা করে এর স্বীকৃতি নেই। সামাজিক ভাবেই আলাদা করে স্বীকৃতি রয়েছে বলে শোনা যায় না।
আরও পড়ুন: শুধু ফুসফুস নয়, পরিবেশেরও চরম ক্ষতি করছে তামাক! দাবি হু-এর