World No Tobacco Day: শুধু ফুসফুস নয়, পরিবেশেরও চরম ক্ষতি করছে তামাক! দাবি হু-এর
Tobacco Pollution: তামাকজাত দ্রব্যের উৎপাদনের কারণে বিশ্বজুড়ে কী কী ক্ষতিকর প্রভাব পড়ছে, তা একটি রিপোর্টের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে দেখানো হয়েছে।
নয়াদিল্লি: মানবদেহের ক্ষতি তো হচ্ছেই। ক্যানসার থেকে হার্ট অ্য়াটাক, বিভিন্ন রোগ দূরে রাখতে ধূমপান ছাড়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু সেগুলো সম্পূর্ণ ধূমপায়ী স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। কিন্তু সিগারেটের কারণে মারাত্মকভাবে দূষিত হয় পরিবেশও। সেই দূষণের পরিমাণ জানলে আতঙ্ক হতে বাধ্য। আর এসবের জন্য দায়ী সিগারেটের ফিল্টার বা Cigarette Butt.
একটি রিপোর্ট, 'টোব্যাকো, পয়জনিং আওয়ার প্ল্যানেট' (Tobacco poisoning our planet)। এখানেই দেখানো হয়েছে তামাকজাত দ্রব্যের উৎপাদনের কারণে বিশ্বজুড়ে কী কী ক্ষতিকর প্রভাব পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। যেখানে গোটা কর্মকাণ্ডের জন্য বিশ্বের তামাকজাত দ্রব্য উৎপাদনকারী সংস্থাগুলিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation)
বিশ্বজুড়ে বনভূমি ধ্বংস, জমির অপব্যবহার, গরিব দেশগুলির জল ও খাদ্যের উৎস নষ্ট করা, এমনই একাধিক অভিযোগ আনা হয়েছে ওই রিপোর্টে। এই দ্রব্য় উৎপাদনের জন্য বিপুল পরিমাণ ক্ষতিকর প্লাস্টিক ও রাসায়নিক বর্জ্য উৎপন্ন হচ্ছে বলেও উঠে এসেছে রিপোর্টে।
World No Tobacco Day-তে প্রকাশিত এই রিপোর্টে বলা হয়েছে এই সমস্ত ক্ষতির দায়ভার বিশ্বের তামাক সংস্থাগুলির। তাদেরই এই ক্ষতিপূরণ করা উচিত। তামাকজাত দ্রব্যের ব্য়বহারে স্বাস্থ্যের ক্ষতি নিয়ে বহু আলোচনা হয়েছে। এই রিপোর্টে পরিবেশগত ক্ষতির দিকটি তুলে ধরা হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, WHO-এর Director of Health promotion রুয়েদিগের ক্রেচ (Ruediger Krech) জানিয়েছেন, বিশ্বে যারা প্রথমসারির দূষণসৃষ্টিকারী, তাদের মধ্যে প্রথম সারিতে রয়েছে এই শিল্প।
কত দূষণ:
রিপোর্টে দাবি করা হয়েছে, এই শিল্পের কারণে প্রতি বছর বিশ্বে ৬০০ মিলিয়ন গাছ (Tree) নষ্ট নয়। ২ লক্ষ হেক্টর জমিতে তামাক উৎপন্ন হয়, ২২ বিলিয়ন টন জল ব্যবহার করা হয়। যা থেকে দূষণ ছড়ায়। তামাকজাত দ্রব্য থেকেও বর্জ্য তৈরি হয়। শেষ পর্যন্ত সবই সমুদ্রে জমা হয়। সিগারেটের ফিল্টারও মারাত্মক দূষিত সামগ্রী। প্রতিমুহূর্তে বিশ্বের নানা জায়গায় ছড়িয়ে পড়ে সিগারেট ফিল্টার। যা থেকে পরিবেশে একাধিক দূষিত বস্তু ছড়ায়। জল ও মাটি মারাত্মকভাবে দূষিত হয়। এগুলি পরিবেশের সঙ্গে মিশে যেতে পারে না।
ফিল্টারে সমস্যা:
সিগারেটের ফিল্টারে মাইক্রোপ্লাস্টিক (Microplastic) থাকে। যা এখন সব সমুদ্রে পাওয়া যায়। সামুদ্রিক জীবজগতের জন্য অত্যন্ত ক্ষতিকর এই মাইক্রোপ্লাস্টিক। প্লাস্টিক-দূষণের ক্ষেত্রে এটি দ্বিতীয় স্থানে রয়েছে।
দরিদ্র দেশে 'বিপদ'
রিপোর্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organisation) দাবি, অধিকাংশ ক্ষেত্রেই গরিব দেশগুলিতেই তামাক চাষ হয়ে থাকে। সেখানে এমনিতেই পরিস্রুত জল ও জমির অভাব থাকে। তামাক চাষের কারণে জল এবং প্রয়োজনীয় খাদ্যশস্যের অভাব হয়। যাঁরা তামাক চাষের সঙ্গে জড়িত তাঁরাও নানা ভাবে নিকোটিনের ক্ষতির স্বীকার হন। দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার।
আরও পড়ুন: ভারতীয় রেলের সঙ্গে পাঁচ বছরের লড়াই শেষে 'প্রাপ্য' ৩৫ টাকা আদায় ব্যক্তির
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )