Viral Video: খাকি উর্দিতে মুখোমুখি বাবা-মেয়ে, বাক্যহারা দু’জনই, ভাইরাল আবেগতাড়িত মুহূর্ত
Gyanendra Pratap Singh: শনিবার ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেন অসমের ডিজিপি জ্যানেন্দ্রপ্রতাপ।
গুয়াহাটি: সন্তানের সাফল্য কামনা করেন সব মা-বাবাই। কিন্তু স্বপ্নপূরণের সেই মুহূর্তের সাক্ষী হতে পারেন ক’জন, যেখানে চোখে চোখ রেখে পরস্পরকে সেলাম জানাতে পারেন সন্তান এবং অভিভাবক! অসমের ডিজি জ্ঞানেন্দ্রপ্রতাপ সিংহ (Gyanendra Pratap Singh) হাতেগোনা সেই সৌভাগ্যবানদের একজন বললেও অত্যূক্তি হয় না। আবেগতাড়িত সেই মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিলেন তিনি (Viral Video)।
আবেগতাড়িত সেই মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিলেন বাবা
শনিবার ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেন অসমের ডিজিপি জ্যানেন্দ্রপ্রতাপ। সর্দার বল্লভভাই পটেল ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমি থেকে মেয়ে ঐশ্বর্যা সিংহের পাস করার মুহূর্ত ফুটে ওঠে তাতে। ভিডিও-য় বাবা ও মেয়েকে পরস্পরকে সেলাম জানাতে দেখা গিয়েছে। হাসিমুখে ক্যামেরার সামনে ধরাও দেন তাঁরা। বিশেষ সেই মুহূর্তে কী অনুভূতি ছিল তাঁর, সে কথাই জানিয়েছেন অসমের ডিজিপি জ্ঞানেন্দ্রপ্রতাপ। আর তাতেই চোখের জল আটকাল না অনেকের।
Words fail me. Received the salute from daughter @aishwarya_ips as she passed out of @svpnpahyd today. Picture courtesy @lrbishnoiips pic.twitter.com/aeHoj9msYG
— GP Singh (@gpsinghips) February 11, 2023
ট্যুইটারে ভিডিও-টি পোস্ট করে তিনি লেখেন, ‘কথা হারাচ্ছি আমি। মেয়ের ঐশ্বর্যা আমাকে সেলাম করল। সর্দার বল্লভভাই পটেল ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমি থেকে পাস করল আজ’। গর্ব বুক চওড়া হয়ে গিয়েছে অসমের ডিজিপি জ্ঞানেন্দ্রপ্রতাপের। মেয়ের কুচকাওয়াজের অন্য একটি ভিডিও-ও পোস্ট করেন তিনি। লেখেন, ‘স্বপ্নপূরণের মুহূর্ত। আইপিএস ঐশ্বর্যার পাস করায় কুচকাওয়াজের মুহূর্ত’।
আরও পড়ুন: Malda Profile: মাটিতে প্রাচীন ইতিহাসের গন্ধ! ২ দিন পরে 'স্বাধীনতা'! চেনা মালদার অচেনা দিক
Stuff dreams are made of. At Passing Out Parade of 74 RR @aishwarya_ips pic.twitter.com/qAm6hpWtzP
— GP Singh (@gpsinghips) February 11, 2023
অসমের ডিজিপি জ্যানেন্দ্রপ্রতাপের পোস্ট করা ওই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। বাবা এবং মেয়েকে অভিনন্দন জানিয়েছেন সকলে। এমনকি বাবা হিসেবে যে আবেগ তুলে ধরেছেন ডিজিপি, তারও ভূয়সী প্রশংসা করেছেন বহু মানুষ।
১ ফেব্রুয়ারি অসমের ডিজিপি হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন জ্ঞানেন্দ্রপ্রতাপ
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালেরই ১ ফেব্রুয়ারি অসমের ডিজিপি হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন জ্ঞানেন্দ্রপ্রতাপ। দায়িত্ব গ্রহণ করে জানিয়েছিলেন, অসমের মানুষের সেবার কাজে নিযুক্ত হতে পেরে কৃতজ্ঞ তিনি। অসমের মুখ্য়মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান।