Bengaluru News: সিট দখল নিয়ে বচসা, চলন্ত ট্রেন থেকে জোর ধাক্কা যাত্রীকে; গ্রেফতার ২
Bengaluru Man Pushed to Death: মৃত যাত্রীর নাম জানা যায়নি, তবে তার বয়স মোটামুটি ৩০ বছর। তিনি উক্ত ট্রেনের জেনারেল কামরায় ভ্রমণ করছিলেন আর সেখানেই সিটের দখল নিয়ে বচসা বাধে অন্য দুই যাত্রীর সঙ্গে।

বেঙ্গালুরু: চলন্ত ট্রেন থেকে ধাক্কা যাত্রীকে। ঘটনাস্থলেই ভয়াবহ মৃত্যু তার। সিট দখল নিয়ে শুরু হয়েছিল বচসা, তা বাড়তে বাড়তে চরম আকার নিল। করুণ পরিণতি বেঙ্গালুরুর এক ট্রেনে। পুলিশ গ্রেফতার করেছে দুই অভিযুক্ত (Bengaluru News) যাত্রীকে। জানা গিয়েছে তারাই সেই ব্যক্তিকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল এই দুই যাত্রী, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গত মঙ্গলবার রাতে যশবন্তপুর-বিদার এক্সপ্রেসে এই ঘটনা ঘটেছে।
আধিকারিকদের থেকে পাওয়া তথ্য অনুসারে, মৃত যাত্রীর নাম জানা যায়নি, তবে তার বয়স মোটামুটি ৩০ বছর। তিনি উক্ত ট্রেনের জেনারেল কামরায় ভ্রমণ করছিলেন আর সেখানেই সিটের দখল নিয়ে বচসা বাধে অন্য দুই যাত্রীর সঙ্গে। অভিযুক্তদের একজনের নাম এস দেবাপ্পা (বয়স ৪৫) এবং অন্যজনের নাম এইচ পেরাপ্পা (বয়স ৩১)। দুজনে পেশায় যথাক্রমে মালি এবং রংমিস্ত্রি। কালাবুর্গি জেলার সেদাম এলাকায় এই দুই ব্যক্তি থাকেন। ট্রেনের টয়লেটের কাছে জায়গা দিতে অস্বীকার করেছিল তারা আর তাতেই বাধে বিপত্তি। বচসা বাড়ে।
ট্রেন তখন ছিল ইয়েলাহেঙ্কা এবং গৌরিবিদানুর স্টেশনের মাঝখানে, এই সময়েই উক্ত দুই যাত্রী সেই ব্যক্তিকে ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দেয়। সেখানেই মৃত্যু হয় ব্যক্তির। প্রত্যক্ষদর্শীদের একজন সঙ্গে সঙ্গে সেই ট্রেন থেকে কর্তৃপক্ষদের এই ঘটনাটি জানান এবং রেলওয়ে পুলিশকে এই ব্যাপারে তদন্ত ও অনুসন্ধান চালাতে উদ্যোগী হতে বলেন। যদি রাতের বেলা সেই ব্যক্তির মৃতদেহ খুঁজে পাওয়া খুবই কঠিন কাজ ছিল। পরের দিন ভোরবেলা সেই মৃতদেহ খুঁজে পাওয়া যায়, পরে তা ভিক্টোরিয়া হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ভারতীয় দণ্ডবিধির ১০৩ নং ধারায় ২৮ বছর বয়সী এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ২ যাত্রীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে তদন্ত চলছে পুরোদমে যাতে আরও কোনো তথ্য প্রকাশ্যে আসে।
অন্য একটি ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর ইন্দিরানগরে যেখানে মদ্যপান করার পরে আলাদা আলাদাভাবে এক ব্যক্তি আরও ৪ ব্যক্তিকে আক্রমণ করেন এবং মেরে ফেলেন। তাদের মধ্যে দুজন ফুচকা বিক্রেতাও ছিলেন। বেঙ্গালুরুর ডেপুটি কমিশনার অফ পুলিশ জানিয়েছেন যে সেই ব্যক্তি একজন মোবাইল চোর, সে এখন পলাতক। পুলিশ তাঁকে খুঁজছে এবং তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: Bank Holiday: এই দিনের ছুটি বাতিল, খোলা থাকবে ব্যাঙ্ক; কী নির্দেশিকা দিল RBI ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
