China News: নেশার ঘোরে আস্ত চামচ গিলে ফেলেছিলেন, পরে স্বপ্ন ভেবে উড়িয়েও দেন যুবক, শেষ পর্যন্ত হাসপাতালে ছুটতে হল
Viral News: আসলে চিনের বাসিন্দা ২৯ বছর বয়সি Yan. কয়েক মাস আগে ছিলেন তাইল্যান্ডে।

নয়াদিল্লি: নেশার ঘোরে গিলে ফেলেছিলেন আস্ত চামচ। কিন্তু নেশা কাটলেও, ঘোর কাটল না যুবকের। বাস্তবকে স্বপ্ন ভেবে কাটিয়ে দিলেন পাঁচ মাস। চামচ গিলে ফেলার কথা মাঝে মধ্যেই উঁকি দিত মনে। কিন্তু স্বপ্ন ভেবে পাশ কাটিয়ে যেতেন। কিন্তু শেষ পর্যন্ত ঘোর যখন কাটল, সটান হাসপাতালে ঠাঁই হল। (China News)
আসলে চিনের বাসিন্দা ২৯ বছর বয়সি Yan. কয়েক মাস আগে ছিলেন তাইল্যান্ডে। সেখানেই মত্ত অবস্থায় আস্ত কফি স্পুন গিলে ফেলেন তিনি। চলতি জুন মাসে শরীরে কিছু অস্বস্তি দেখা দেয় তাঁর। বাইরের খাবার খেয়ে খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বা খাবারের সঙ্গে শরীরে প্লাস্টিক ঢুকে গিয়ে থাকবে বলে আশঙ্কা জন্মায় মনে। (Viral News)
সেই আশঙ্কা থেকেই শাংহাইয়ে এক চিকিৎসকের কাছে যান Yan. শাংহাইয়ের Zhongshan Hospital-এ পরীক্ষা হয় তাঁর। আর তাতেই চমকে ওঠেন সকলে। তাঁর শরীরের ভিতর ১৫ সেন্টিমিটার লম্বা একটি চামচের খোঁজ মেলে। Yan-এর ক্ষুদ্রান্তের গোড়ার অংশ, Duodenum-এ আটকে ছিল চামচটি।
অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ছিল চামচকি। একটু এদিক ওদিক হলেই ক্ষুদ্রান্ত ফুটো করে দিতে পারত, যা থেকে প্রদাহজনিত সমস্যা এবং রক্তক্ষরণও হতে পারত। আর এতেই ঘোর কাটে Yan-এর। বুঝতে পারেন, চামচ গিলে ফেলার যে স্মৃতি মনে উঁকি দিত তাঁর, তা মোটেই স্বপ্ন ছিল না। জানুয়ারি মাসে যখন তাইল্যান্ড গিয়েছিলেন, সেই সময় নেশার ঘোরে সত্যি সত্যিই চামচটি গিলে ফেলেন তিনি।
এর পরই আসল তথ্য় সামনে আসে। জানা যায়, তাইল্যান্ডে গিয়ে মদ্যপানে ডুবে গিয়েছিলেন Yan. একটা সময় এত বেসামাল হয়ে পড়েন যে, হোটেলের ঘরে বমি করার জন্য একটি চিনেমাটির চামচ গলায় ঢুকিয়েছিলেন। কিন্তু হাত ফস্কে একেবারে ভিতরে চলে যায় চামচটি।
এর পর নেশার ঘোরে গভীর ঘুমে ডুবে যান Yan. পরের দিন সকালে যখন ঘুম ভাঙে, আগের রাতের কথা ভাল ভাবে মনে করতে পারছিলেন না। চামচ গিলে ফেলার স্মৃতি মনে উদয় হলেও, শরীরে যেহেতু কোনও সমস্যা ছিল না, তাই স্বপ্ন ভেবেই উড়িয়ে দেন। পেটে যে সামান্য ব্যথা অনুভব করছিলেন, তা অতিরিক্ত মদ্যপান ও বমির ফলশ্রুতি হিসেবেই ধরে নেন তিনি।
এর পর শাংহাই ফিরে এসে স্বাভাবিক জীবনযাপনে ফিরে যান Yan. দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় কেটে গেলেও, তেমন কোনও সমস্যা হয়নি। কিন্তু সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে ছোটেন, আর তাতেই আসল সমস্যা ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছেন, চামচটি বের করে আনা খুব কঠিন কাজ ছিল।
গত ১৮ জুন অস্ত্রোপচার হয় Yan-এর। এন্ডোস্কোপিক সার্জারি হয় তাঁর। কিন্তু অস্ত্রোপচারেও চামচটি বের করে আনা যাচ্ছিল না প্রথমে। পিচ্ছিলতার কারণে চিমটিতেও আঁটছিল না চামচটি। শেষ পর্যন্ত দু’টি চিমটি ঢোকানো হয়। একটি গিয়ে টেনে চামচটিকে পেটে আনা হয়। সেখান থেকে অন্য়টি দিয়ে টেনে বের করা হয়।
অস্ত্রোপচারের পর ছাড়া পেয়ে গিয়েছেন Yan. সুস্থ হয়ে উঠছেন তিনি। হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন। তবে এই প্রথম এমন ঘটনা ঘটল না। সম্প্রতি ৬৪ বছরের এক চিনা ব্যক্তির শরীরের ভিতর থেকে ১৭ সেন্টিমিটারের টুথব্রাশ উদ্ধার হয়। ৫২ বছর ধরে তাঁর অন্ত্রে আটকে ছিল সেটি। ১২ বছর বয়সে দাঁত মাজার সময় গিলে ফেলেছিলেন।






















