Viral Video: ভক্তিতে গদগদ নাচ কুকুরের ! ভাইরাল ভিডিয়ো দেখে মাত নেটিজেনরা
Viral Video Dog Dancing Radhe Radhe: রাধে রাধে শুনেই ভক্তিতে গদগদ হয়ে নাচতে শুরু করে দেয় একটি কুকুর। তাই ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
কলকাতা: কুকুর প্রভুভক্ত প্রাণী। তাই মনিব বললে নানা কাজই করে দেখায়। না পারলেও করার চেষ্টা করে। তা বলে ভজনের সঙ্গে দুই হাত তুলে নাচতে কখনও কেউ দেখেছে! সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তাতেই দেখা গিয়েছে এমন কান্ড। ভিডিয়োতে মনিব রাধে রাধে বলছিলেন। ওটা শুনেই সঙ্গে সঙ্গে একটি কুকুর সামনের দুই পা জোড় করে ফেলে। এর পর সেই জোড়হাত থু়ড়ি জোড়পা নাচাতে শুরু করে দেয়। ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করার পর থেকেই ব্যাপক জনপ্রিয় হয়েছে।
প্রসঙ্গত, ভিডিয়োটি রাজস্থানের জয়পুরে তোলা হয়েছে বলে দাবি একাধিক সংবাদমাধ্যমের। কুকুরটিকে একটি পার্কের বেঞ্চের পাশ বসে থাকতে দেখা যায়। এর পর একটি মহিলা কন্ঠস্বর শোনা যায়। সম্ভবত তিনিই তাঁর মনিব। তিনি কুকুরটিকে বলেন, ‘রাধে রাধে বলো, রাধে রাধে বলো।’ এর পরই বেশ গা ঝাড়া দিয়ে উঠতে দেখা যায় আদুরে পোষ্যকে। পিছনের দুই পা ভাঁজ করে প্রথমে সে বসে পড়ে। ততক্ষণে মহিলাটি ‘রাধে রাধে’ গাইতে শুরু করেছেন। তখনই সামনের পা দুটি জোড় করে নাচতে দেখা যায় আদুরে পোষ্যটিকে। নাচের ভঙ্গি অবশ্য অনেকটা আরতি করার মতোই।
ছয়দিন আগে ভিডিয়োটি শেয়ার করা হয় ইন্সটাগ্রামে। তার পর থেকে প্রায় দুই কোটির বেশি ভিউ পেয়েছে। লাইকের সংখ্যাও কম নয়। ৫৫ লাখ ছাড়িয়ে গিয়েছে ইনস্টাগ্রামের ভিডিয়োতে লাইকের সংখ্যা। পোষ্যপ্রেমী নেটিজেনদের হরেক রকম কমেন্টে ভরে উঠেছে পোস্টের কমেন্ট সেকশন। কেউ কেউ কুকুরটিকে দত্তক নিতেও চেয়েছেন। আবার কেউ কেউ আদুরে পোষ্যের ‘কিউটনেস’-এই কুপোকাৎ!
তবে কুকুর কি আর শুধু প্রভুভক্ত! এর পাশাপাশি কখনও কখনও মনিবকে সাহায্যও করে। সম্প্রতি দেখা গিয়েছে তেমনই আরেক ভাইরাল ভিডিয়ো। ওই ভিডিয়োতে একটি কুকুরকে মনিবকে সাহায্য় করতে দেখা যায়। মনিব বাইরে যাওয়ার জন্য তাঁর ব্যাগ প্যাক করছিলেন। সেই সময় এগিয়ে আসতে দেখা যায় তার পোষ্য গোল্ডেন রিট্রিভারকে। আদুরে পোষ্য এগিয়ে এসে অবশ্য কাজে কোনও বাধা দেয়নি। এমনকি সব কিছু লন্ডভন্ডও করে দেয়নি।
বরং দায়িত্বজ্ঞানসম্পন্নের মতো সে সুটকেস গোছানোয় সাহায্য করে। জামাকাপড় মুখে করে এনে এগিয়ে দেয় মনিবকে। এই ভিডিয়োটিও স্বাভাবিক ভাবে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। আদুরে পোষ্য়ের দায়িত্ববোধ মন জিতে নিয়েছে অনেক নেটিজেনের। অনেকেই একে নিজের কাছে রাখতেও চেয়েছেন।
আরও পড়ুন - Walking Facts: দ্রুত হাঁটবেন না অনেক দূর হাঁটবেন, কোনটায় আপনার বেশি লাভ ?