Viral Video: অসুস্থ মালিকের সঙ্গে বিচ্ছেদে আপত্তি, অ্যাম্বুল্যান্সের পিছু পিছু ছুটল সারমেয়, তার পর...
Dog Follows Owner to Hospital: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ওই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
নয়াদিল্লি: অবলা প্রাণী। তাই মুখ ফোটে না। কিন্তু অনুভূতি নিয়ে সন্দেহ নেই। সারমেয় পুষেছেন যাঁরা, তাঁরা একথা বিলক্ষণ জানেন। পোষ্যের সঙ্গে মানুষের এই সম্পর্কের গভীরতা ঠিক কতটা, আবারও প্রমাণ মিলল তার। অসুস্থ গৃহস্থের থেকে বিচ্ছেদ মেনে নিতে না পেরে, অ্যাম্বুল্যান্সের পিছু পিছু ছুটল এক পোষ্য। শেষ পর্যন্ত তাকে অ্যাম্বুল্যান্সে জায়গা দিতেই হল। (Viral Video)
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ওই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, সাইরেন বাজিয়ে দ্রুত ছুটে চলেছে একটি অ্যাম্বুল্যান্স। আর তার পিছু পিছু মরিয়া হয়ে ছুটে চলেছে এক পোষ্য। একটা সময় পর অ্যাম্বুল্যান্সটি থেমে যায়। নেমে আসেন এক কর্মী। দরজা খুলে পোষ্যটিকে অ্যাম্বুল্যান্সে উঠতে দেন। এর পর ফের চলতে শুরু করে অ্যাম্বুল্যান্সটি। (Dog Follows Owner to Hospital)
জানা গিয়েছে, গৃহস্থ অসুস্থ হওয়ায়, অ্যাম্বুল্যান্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তাঁকে। কিন্তু মালিকের সঙ্গে বিচ্ছেদ মানতে পারেনি পোষ্যটি। ফলে দ্রুত গতিতে ছুটে চলা অ্যাম্বুল্যান্সটিকে অনুসরণ করতে শুরু করে সে। করুণ সুরে আর্তিও জানাতে শোনা যায়। এমতাবস্থায় গাড়ি থামাতে বাধ্য হন অ্যাম্বুল্যান্স কর্মীরা। সারমেয়টিকে উঠতে দেওয়া হয়। এক মোটর সাইকেল আরোহী গোটা দৃশ্য ক্যামেরাবন্দি করেন।
Unconditional love. Human vs Animal. A dog named "Toño" chased an ambulance where his owner was traveling in bad condition.He ran until they picked him up. pic.twitter.com/VTo5sAy3Em
— L Kurien (@l_kurien) September 13, 2024
ভিডিওটি হু হু করে ছড়িয়ে পড়েছে। লক্ষ লক্ষ মানুষ সেটি শেয়ার করেছেন। পোষ্য এবং মানুষের মধ্যে এমন টান দেখে আবেগপ্রবণও হয়ে পড়েন অনেকে। সারমেয়টিকে অ্যাম্বুল্যান্সে উঠতে দেওয়ার সিদ্ধান্তেরও প্রশংসা করেছেন তাঁরা। মানুষের চেয়ে পোষ্য অনেক বেশি বিশ্বস্ত বলেও মন্তব্য করেন কেউ কেউ। স্বল্পদৈর্ঘ্যের ওই ভিডিওটি দেখে মন ভাল হয়ে গিয়েছে বলেও জানান অনেকে।
প্রাণীজগতে মানুষ এবং পোষ্যের সম্পর্ক নিয়ে কম গবেষণা হয়নি। বিশেষ করে পোষ্য সারমেয় এবং মালিকের সম্পর্কে যে বিশেষ অনুভূতি জড়িয়ে থাকে, তার প্রমাণ মিলেছে বার বার। বিজ্ঞানীদের মতে, সারমেয়রা অত্যন্ত সংবেদনশীল হয়। বিশেষ করে মালিকের প্রতি গভীর টান অনুভব করে তারা। মানুষের সঙ্গে থাকতে থাকতে সারমেয়দের আচার-আচরণে যে পরিবর্তন আসে, তার জন্য বিবর্তনকে কৃতিত্ব দিয়েছেন বিজ্ঞানীরা।