Gulmarg: তুষারহীন ভূস্বর্গ! ভরা শীতেও বরফের দেখা নেই গুলমার্গে!
Gulmarg Snowfall: শীতকালের তাই পর্যটনের অন্যতম হটস্পট এই গুলমার্গ। কিন্তু এমন বরফশূন্য গুলমার্গ দেখে হতবাক হয়েছে কাশ্মীরবাসীও।
নয়া দিল্লি: মরসুমের প্রথম তুষারপাত দেখেছিল জম্মু-কাশ্মীর। একাধিক জনপথও বরফে ঢাকা পড়েছিল, ব্যাহত হয়েছিল যোগাযোগ পরিষেবা। কিন্তু এরপরই এক অবাক করা ঘটনা। জানুয়ারিতে গুলমার্গ সম্পূর্ণ অন্যরূপে। কোথায় তুষার, কোথায় বরফ বৃষ্টি, বরং এ যেন শুষ্ক গুলমার্গ। ভূস্বর্গের এই এলাকার এমন ছবি দেখে রীতিমতো চিন্তায় পর্যটক এবং পরিবেশবিদরা।
প্রাথমিকভাবে অনেকে ভেবেছেন হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর কারসাজি এসব। কিন্তু দেখা গেল কোনও মিথ্যে নয়, ভরা শীতের মরসুমে তুষার-হীনই রয়েছে গুলমার্গ।
বরফের রানি বলা হয় গুলমার্গকে। শীতের মরসুমে সেখানে যেদিকে তাকানো যায় সেখানেই বরফ। চতুর্দিকে যেন কেউ সাদা চাদর বিছিয়ে দিয়েছে। তুষারপাতের মধ্যে হাঁটা, বরফ নিয়ে খেলা এসবের আনন্দ উপভোগ করতেই ছুটে যান পর্যটকরা। শীতকালের তাই পর্যটনের অন্যতম হটস্পট এই গুলমার্গ। কিন্তু এমন বরফশূন্য গুলমার্গ দেখে হতবাক হয়েছে কাশ্মীরবাসীও।
View this post on Instagram
আরও পড়ুন, দুবাইতে ফিরল ভাগ্যর চাকা, নতুন বছরে ৪৪ কোটির লটারি জিতলেন ভারতীয় গাড়িচালক!
এখানে স্কি পয়েন্ট পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এবং জনপ্রিয়। কিন্তু ঠিক মতো তুষারপাত না হওয়ায় তা-ও উপভোগ করতে না পেরে হতাশ হয়েই ফিরে যেতে হচ্ছে পর্যটকদের।
পরিবেশবিদদের কথায় গুলমার্গের এই পরিস্থিতির জন্য দায়ী 'এল নিনো'। ১৬ জানুয়ারি পর্যন্ত আবহাওয়া পুরোপুরি শুকনো থাকবে। তুষারপাতের সম্ভাবনাও কমছে।