India Book of Records: গীতার ৭০০ শ্লোক রূপ পেল ৮৫ হাজার ছবিতে ! রেকর্ড ১২ বছরের এই বালকের
Bhagavad Gita Shlokas: ম্যাঙ্গালোরের ১২ বছর বয়সী এক বালক প্রসন্ন কুমার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুললেন। শ্রীমদ্ভাগবত গীতার মোট ৭০০ শ্লোক ৮৪,৪২৩টি ছবিতে এঁকে প্রকাশ করলেন এই বালক।
কলকাতা: ম্যাঙ্গালোরের ১২ বছর বয়সী এক বালক প্রসন্ন কুমার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুললেন। শ্রীমদ্ভাগবত গীতার মোট ৭০০ শ্লোক ৮৪,৪২৩টি ছবিতে এঁকে প্রকাশ করলেন এই বালক। স্বরূপা অধ্যয়ন কেন্দ্রের এই ছাত্র গড়লেন নয়া রেকর্ড (India Book of Records)। এই সেন্টারে থেকেই অসাধারণ এক কীর্তি রেখেছেন প্রসন্ন কুমার (Prasanna Kumar DP)। একটি বৃহদাকার ফ্রেমের মধ্যে মোট ৮৪,৪২৬টি ছবি এঁকে ফুটিয়ে তুলেছেন সমগ্র গীতার শ্লোকগুলি। তাজ্জব নেটপাড়া।
শিবমোজ্ঞা জেলার হোলেহোন্নুর গ্রামে জন্ম ও বেড়ে ওঠা প্রসন্ন কুমারের। তাঁর বাবার নাম পম্পাপথী এবং মায়ের নাম নন্দিনী। ঠিক এক বছর আগেই স্বরূপ অধ্যয়ন কেন্দ্রে ভর্তি হন তিনি এবং সেখানেই এই অসাধ্যসাধন করেন। এরপরে শিবমোজ্ঞা জেলার রাষ্ট্রথানা বিদ্যালয়ে পড়াশোনা করেন প্রসন্নকুমার। শ্রীমদ্ভাগবত গীতার সামগ্রিক শ্লোকগুলিকে একটি চিত্রিত রূপ দেওয়ার জন্যেই এই কাজ শুরু করেছিলেন তিনি। টানা আড়াই মাস ধরে রাত দিন এক করে পরিশ্রম করেছেন তিনি, হার্ডবোর্ডের উপর ১৪০০ লাইনের ইলাস্ট্রেশন করেন তিনি।
আর তাঁর এই কীর্তির যথাযোগ্য পুরস্কার পেয়েছেন তিনি। ২০২৪ সালের অগাস্ট মাসে তিনি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তালিকাভুক্ত হন। ৭০০ শ্লোক দিয়ে বর্ণিত গীতার এই কাহিনি মোট ৮৪,৪২৩টি পৃথক ইলাস্ট্রেশনের মাধ্যমে চিত্রিত করেছেন প্রসন্নকুমার। প্রতিটি ছবি আলাদা আলাদা শব্দকে বোঝাচ্ছে। এই কীর্তি শুধু যে প্রসন্নর মনোযোগ এবং দক্ষতার প্রকাশ ঘটায়, তা নয়, তার পাশাপাশি স্বতন্ত্র এক শিক্ষণ পদ্ধতিকেও তুলে ধরে।
গোপাড়গড়ের স্বরূপা অধ্যয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা জানিয়েছেন যে সেন্টারের এই মৌলিক দৃশ্য মাধ্যমের গীতার শ্লোকের মাধ্যমে খুব সহজে পড়ুয়ারা অনেক কঠিন বিষয়ও মনে রাখতে পারবে। এই পদ্ধতির মাধ্যমে যে কোনো ছাত্র তার স্মৃতিশক্তি উন্নত করতে পারবে। যে কোনো বিষয়ের নতস অতি সহজে মনে রাখতে পারবেন ছাত্র-ছাত্রীরা। যদিও এই প্রতিষ্ঠান কোনো আর্ট স্কুল নয়, তবু শিক্ষাগত উৎকর্ষের পাশাপাশি এই অঙ্কনচর্চার দিকেও জোর দেয় এই প্রতিষ্ঠান।
প্রসন্নকুমার জানিয়েছেন, আগামী দিনে আরও বড় কোনো রেকর্ড গড়তে চান তিনি। স্বরূপা অধ্যয়ন কেন্দ্রের পরিবেশ এবং শিক্ষণ পদ্ধতি তাঁকে অনেকাংশে সহায়তা করেছে বলে জানান তিনি। এরপরে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের দিকে নজর প্রসন্নকুমারের। আর এরপরে একইভাবে শ্রীমদ্ভাগবত গীতার প্রতিটি শব্দকে ইংরেজি হরফে ও ইংরেজি ভাষায় লিখে তার চিত্রিত রূপ দেওয়ার চেষ্টা করছেন প্রসন্নকুমার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Viral News: বিনামূল্যে সবজি দিতেন, ১৪ বছর পরে অসময়ের 'বন্ধু'কে খুঁজে তাঁর কাছে গেলেন DSP
Education Loan Information:
Calculate Education Loan EMI