Mahakumbh 2025: নিমের দাঁতন বেচেই ৪০ কোটি আয় হবে ! মহাকুম্ভে গিয়ে 'ব্যবসা' ফাঁদছে এই যুবক ?
Viral Video: ভিডিয়োতে দেখা যাচ্ছে, সেই ব্যক্তিটি ১ টাকায় নিমের দাঁতন বিক্রি করছেন। আর ভিডিয়োতেই দর্শকদের উদ্দেশে তিনি বলেন যে কীভাবে এর মাধ্যমেই ৪০ কোটি টাকা রোজগার করতে পারেন তিনি।

Viral News: বহু প্রতীক্ষিত মহাকুম্ভের মেলা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সোমবার থেকে প্রয়াগরাজে চলছে এই বৃহত্তম ধর্মীয় সমাবেশ। আর এটাই সম্ভবত বিশ্বের সবথেকে বড় জনসমাবেশের পর্যায়ে পৌঁছাবে। ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। ১৪৪ বছরে একবারই এই পুণ্য লগ্ন (Mahakumbh 2025) এসে উপস্থিত হয়। অনুমান করা হচ্ছে কুম্ভমেলা উপলক্ষ্যে নানা প্রান্ত থেকে এই প্রয়াগরাজে এসে উপস্থিত হন প্রায় ৪০০ মিলিয়ন ভক্ত। উত্তর প্রদেশ সরকার এমনটাই অনুমান করছে। এই মেলা থেকে ২ লক্ষ কোটি টাকার রাজস্ব আসার সম্ভাবনা রয়েছে। আর এই সুযোগেই (Viral Video) বহু মানুষ আয় রোজগারের একটা পন্থা অবলম্বন করেছে।
সমাজমাধ্যমে বেশ কয়েকটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক বিক্রেতা নিমের দাঁতন বিক্রি করছেন এবং এভাবেই তিনি ৪০ কোটি টাকার ব্যবসা গড়ার কথা ভাবছেন। এই নিমের দাঁতন আসলে নিম গাছের ডাল যা দাঁত মাজার কাজে অনেকেই ব্যবহার করেন। এই নিমের দাঁতন বিক্রি করা একটি ভাল ব্যবসায়িক পরামর্শ বা ব্যবসায়িক উদ্যোগের পরিকল্পনা হতে পারে বলে জানিয়েছেন সেই ব্যক্তি।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, সেই ব্যক্তিটি ১ টাকায় নিমের দাঁতন বিক্রি করছেন। আর ভিডিয়োতেই দর্শকদের উদ্দেশে তিনি বলেন যে কীভাবে এর মাধ্যমেই ৪০ কোটি টাকা রোজগার করতে পারেন তিনি। এছাড়াও ব্যবসার জন্য এই নিমের দাঁতনে কোনো ইনপুট কস্ট বা পুঁজি লাগছে না। নিম গাছ খুঁজে ডাল পেড়ে আনলেই হয়ে যাবে ব্যবসার রসদ জোগাড়। অনেক ভারতীয়ের বাড়িতেই এই নিম গাছ রয়েছে।
এই ভিডিয়োর নিচে বহু নেটিজেন নানাবিধ মন্তব্য করেছেন। একজন লিখেছেন, 'পুঁজি লাগছে না, ১ টাকায় বিক্রি হচ্ছে, কিন্তু একজনকে ধরা তাঁকে বোঝানো সব মিলিয়ে এক মিনিটে কি হয়ে যাবে ? এভাবে দিনে ১৪ ঘণ্টা করে ৪৫ দিন খাটলেও ৫০ হাজার টাকার বেশি আয় করা যাবে না।'
অন্য আরেকজন ব্যবহারকারী লিখেছেন, 'এই নিম দাঁতন ৪৫ কোটি মানুষকে বিক্রি করতে কত সময় লাগবে ? একটি নিম দাঁতন একজনকে দিতে সময় লাগবে ১ মিনিট, তাই সব মানুষকে দিতে ৫ হাজার বছর সময় লেগে যাবে। একটি নিম দাঁতনের ওজন যদি ৫ গ্রামও হয় তাহলে তার আগে ২২ লক্ষ কেজির নিম দাঁতন আগে কিনে রাখতে হবে বা সংগ্রহ করে রাখতে হবে।' অনেকেই এই ভিডিয়োর ব্যক্তিকে বিদ্রুপ করে কমেন্ট করেছেন।
আরও পড়ুন: IIT Baba: ৬ মাস আগে শেষবার কথা, ফিরে আসার কাতর অনুরোধ; পরিবারকে কী বললেন IIT বাবা ?






















