Viral Video: সোনার চেন চুরি করে নিয়ে পালাচ্ছে পিঁপড়ের দল! দেখুন মজার ভাইরাল ভিডিয়ো
Ant Gold Smugglers: ভারতীয় বনবিভাগের আধিকারিক সুশান্ত নন্দা এই ভিডিয়ো শেয়ার করেছেন ট্যুইটারে।

Viral Video: আকার আয়তনে ক্ষুদ্র হলেও পিঁপড়েদের (Ant) শক্তি নিয়ে কোনও সন্দেহ নেই। একবার কামড় দিলে যেমন জ্বালা-যন্ত্রণায় ভুগবেন আপনি, তেমনই এদের শক্তি এবং একজোট হয়ে কাজ করার ক্ষমতাও প্রশংসনীয়। বলা ভাল টিম গেমে বিশ্বাস করে পিঁপড়েরা। দলবদ্ধ ভাবে কাজ করে থাকা তারা। কোনও খাবারের টুকরো এক জায়গায় থেকে অন্যত্র বয়ে নিয়ে যাওয়া হোক কিংবা মাটি তুলে বাসা বানানো, টিম গেমই পিঁপড়ের দলের আসল ভরসা। এবার এই টিম গেমের দৌলতেই একটা সোনার মোটা চেন চুরি করে নিয়ে পালাতে দেখা গিয়েছে একদল পিঁপড়েকে। সম্প্রতি এমনই একটি ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ট্যুইটারে (Twitter) এই ভিডিয়ো শেয়ার করেছেন ভারতীয় বনবিভাগের আধিকারিক সুশান্ত নন্দা।
এই আইএফএস অফিসার মাঝে মাঝে বিভিন্ন মজার ভিডিয়ো শেয়ার করে থাকেন। এবারও তেমনটাই হয়েছে। তবে জানা গিয়েছে, এই ভিডিয়ো পুরনো। অর্থাৎ এর আগেও পিঁপড়েদের কীর্তিকলাপের এই ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এমনিতেও পুরনো ভিডিয়ো নতুন করে নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার ঘটনা এখন ট্রেন্ডিং। এই ভিডিয়োর ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, মাটিতে পড়ে রয়েছে একটা সোনার চেন জাতীয় জিনিস। তার চারপাশে ঘিরে রয়েছে একদল কালো পিঁপড়ে। তারা দিব্যি ওই সোনার চেনটিকে টেনে টেনে এগিয়ে নিয়ে যাচ্ছে।
Tiny gold smugglers 😀😀
— Susanta Nanda IFS (@susantananda3) June 28, 2022
The question is,under which section of IPC they can be booked? pic.twitter.com/IAtUYSnWpv
এই ভিডিয়ো শেয়ার করে আইএফএস অফিসার আবার মজা করে এই পিঁপড়েদের উদ্দেশ্যে লিখেছেন, ছোট্ট সোনার চোরাচালানকারী। ভারতীয় আইনের কোন ধারায় এই পিঁপড়েদের আটক করা হবে সেটাও জানতে চেয়েছেন তিনি। গতবছরই নাকি ভাইরাল হয়েছিল এই ভিডিয়ো। দক্ষতার সঙ্গে দিব্যি রুক্ষ মেঝের উপর দিয়েও পিঁপড়েরা ওই সোনার চেন টেনে নিয়ে যাচ্ছিল। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, মেঝের উপর একটা বড়সড় ফাটল ছিল। কিন্তু তার উপর দিয়েও সোনার চেন টেনে নিয়ে যাওয়ার সময় পিঁপড়েদের কোনও অসুবিধা হয়নি। বরং বেশ সাবলীল ভাবেই একজোট হয়ে ওই পিঁপড়ের দল সোনার চেন টেনে নিয়ে গেছে।






















