Viral Video: অটোর ভাড়া ৭ কোটি ! মজার ভিডিয়ো দেখে ক্ষমা চাইল উবার
Auto Fare 7.66 crore Viral Video: অল্পখানিক অটো চড়েই একজনকে উবার অ্যাপে ভাড়া দেখায় ৭ কোটি টাকা। যা রীতিমতো চক্ষু চড়কগাছ হওয়ার মতো ঘটনা।
কলকাতা: রোজকার মতোই অটোই চড়েছিলেন দীপক। কিন্তু সেই অটোতে তার জন্য বড় চমক অপেক্ষা করছে, তা বুঝতে পারেননি তিনি। নয়ডার বাসিন্দা দীপক এই দিন অটোয় চড়ে তার গন্তব্যে যাচ্ছিলেন। উবারের অটোতে চড়ে ওই গন্তব্যে যেতে তার ষাট টাকা মতো লাগে। এবারও তাই লাগবে বলেই ভেবেছিলেন। কিন্তু অটো থেকে নামার পর তাকে ভাড়া দেখায় কোটির ঘরে। যা দেখে রীতিমতো চমকে ওঠেন দীপক। ৬২ টাকা অটো ভাড়া দিয়ে তিনি সেই পথ যান। উবারে তাকে সেই ভাড়া দেখায় ৭ কোটি ৬৬ লাখ টাকা। যা দেখে চক্ষু চড়কগাছ হওয়ারই জোগাড়।
কোটি টাকা অটো ভাড়া
সম্প্রতি এই অটো ভাড়ার একটি ছোট্ট ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তাতে দেখা গিয়েছে, দীপক তার বন্ধুর সঙ্গে এই নিয়ে কথা বলছেন। প্রসঙ্গত, দীপকবাবুর বন্ধু আশিষ মিশ্রই তার এক্স হ্যান্ডেলে এই ভিডিয়ো পোস্ট করেন। সেখানে এই ভাড়া নিজের মজার আলোচনা করতে শোনা যায়। ভাইরাল ভিডিয়ো ক্লিপে দীপকবাবু তার ফোনের স্ক্রিন দেখান। সেখানেই লেখা ছিল ৭,৬৬,৮৩,৭৬২ টাকা ভাড়া। এই ভাড়ার আবার দুটি ভাগ ছিল বলেও দেখা যায়। একটি হল ১,৬৭,৭৪,৬৪৭ টাকা। যা আদতে অটো চড়ার মাসুল। বাকি ৫,৯৯, ০৯,১৮৯ টাকা ছিল অটোচালককে অপেক্ষা করানোর মাসুল। এই মোট ভাড়ার থেকে ৭৫ টাকা ছাড় দেওয়া হয় দীপককে। তাতেই বিল দাঁড়ায় ৭,৬৬,৮৩,৭৬২ টাকা। প্রসঙ্গত, অটো থেকে নেমে গেলেও চালক রাইড শেষ করেননি।
ভাইরাল কথোপকথন
দীপক ও আশিষ নামের দুই ব্যক্তি এই বিল নিয়ে ঠাট্টা করতে শুরু করেন। আশিষ জিজ্ঞেস করেন, তোমার কাছে জিএসটি চায়নি ? দীপক বলেন, না সেটা তো নেয়নি। তাছাড়া, তিনি ড্রাইভারকে মোটেই অপেক্ষা করাননি। এটা ভুল করে নিয়েছে উবার।
নেটিজেনদের ট্রোলিং
ভিডিয়ো ভাইরাল (Viral Video) হতেই নেটিজেনরা ট্রোল করতে শুরু করেন। এর পরেই ভিডিয়োটি নজরে আসে উবারের। তাদের তরফে এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করা হয়। পাশাপাশি ভুলটি শুধরে নেওয়া হয়। তবে এই সুযোগ ছাড়েননি নেটিজেনরাও। তারা এই দিনের পোস্টে মজার মজার কমেন্ট করতে থাকেন পোস্টের কমেন্ট সেকশনে।
আরও পড়ুন - Viral Video: খবর করতে গিয়ে চিতাবাঘের খপ্পরে ! না পালিয়ে নরখাদককে দড়ি পরালেন নির্ভীক সাংবাদিক