Viral Video: খবর করতে গিয়ে চিতাবাঘের খপ্পরে ! না পালিয়ে নরখাদককে দড়ি পরালেন নির্ভীক সাংবাদিক
Viral Video Journalist Caught Panther: গিয়েছিলেন খবর সংগ্রহ করতে। কিন্তু সেখানে গিয়ে নিজেই চিতাবাঘের খপ্পরে পড়েন। কিন্তু ভয় পেয়ে পালিয়ে আসেননি তিনি।
কলকাতা: দুঙ্গারপুরের মেটওয়ালা এলাকার জনবসতিতে একটি চিতাবাঘ ঢুকে পড়েছে। এমন খবর পেয়ে সেখানে ছুটে যান সাংবাদিক গুনওয়ান্ত কালাল। কিন্তু কে জানত, সেই তাকেই চিতাবাঘে ধরবে। চিতাবাঘের খবর করতে গিয়ে সরাসরি চিতাবাঘের খপ্পরে পড়তে হবে, তা হয়তো ভাবতেও পারেননি গুনওয়ান্ত। কিন্তু আকস্মিক মুহুর্তেও চূড়ান্ত সাহসের পরিচয় দিতে দেখা গেল গুনওয়ান্তকে। সংবাদজগতের একটি অন্যতম শিক্ষা হল বুকে সাহস নিয়ে নির্ভীকভাবে খবর করতে হবে। সেই সাহস একেবারে আক্ষরিক অর্থেই ফলতে দেখা গেল গুনওয়ান্তের কার্যকলাপে। প্রায় কারও পক্ষেই কল্পনা করা সম্ভব নয়, এমন একটি কাজই তিনি করে বসলেন। চিতাবাঘের কবল থেকে বাঁচতে তাঁকে চোয়াল জাপটে তাঁর উপর বসে পড়েন তিনি।
চিতার সঙ্গে ধস্তাধস্তি
চিতাবাঘটিকে জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়ার পর থেকেই এলাকার লোকজন সেটিকে তাড়ানোর চেষ্টা করে যাচ্ছিলেন। কিন্তু চিতাবাঘকে লোকালয়ের কাছ থেকে তাড়ানো মোটেই সহজ ছিল না। এর পর সেখানে খবর করতে পৌঁছান গুনওয়ান্ত। কিন্তু পৌঁছেই চিতাবাঘের মুখে পড়ে যান। নাহ, ভয় পেয়ে পালিয়ে আসেননি। বরং চিতাবাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ার আগেই তিনি চিতাবাঘের উপর ঝাঁপিয়ে টুটি টিঁপে ধরে বসে পড়েন। এর পর সেটির আর নড়াচড়ার কোনও সুযোগই ছিল না। এই অবস্থায় চিতাবাঘটি হাত নাড়িয়ে বেরিয়ে আসার চেষ্টা করেছিল। কিন্তু লাভ করে উঠতে পারেনি। চিতাবাঘের থাবার চেয়েও সাংবাদিকের থাবার জোর অনেক বেশি ছিল।
নেটদুনিয়ায় ভাইরাল ভিডিয়ো
ঘটনাটির একটি ভিডিয়ো ভাইরাল হয় নেটদুনিয়ায়। তাতে দেখা যায়, গুনওয়ান্ত দুই হাত দিয়ে চিতাবাঘটিকে চেপে ধরে রেখেছেন। একাই তিনি বাঘটির উপর। আশেপাশে অন্যরা এই সময় কী করবে ভেবে পাচ্ছিলেন না। কেউ লাঠি নিয়ে ছুটে এসেই মারতে পারছেন না গুনওয়ান্ত বসে আছে বলে। কেউ আবার সেই দেখেই ছুটে পালান। তবে এর পর দড়ি এনে বেঁধে ফেলা হয় চিতাবাঘটিকে।
নেটিজেনদের প্রশংসা
নেটদুনিয়ায় ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল হতেই একের পর এক নেটিজেন প্রশংসা করতে শুরু করেন। এক নেটিজেন গুনওয়ান্তের উদ্দেশ্যে লেখেন, এই না হলে সাংবাদিক। সত্যিকারের সাংবাদিকের মতোই সাহসী কাজ করতে দেখা গেল তাঁকে।
আরও পড়ুন - Viral Video: যানজটের মাঝেই UPSC প্রস্তুতি ! Zomato ডেলিভারি বয়ের অধ্যবসায় নজর কাড়ল নেটদুনিয়ার