Viral News: খাবার পরিবেশনে দেরি কেন? রাগে বিয়ে ভাঙল বর! পরের দিনই নিজের বোনকে বিয়ে!
Uttar Pradesh Marriage: পাত্রী পুলিশকে জানান যে, বিয়ের অতিথিরা খেতে বসলে মেহতাবকে খাবার পরিবেশন করতে কিছুটা দেরি হয়। এই নিয়ে মেহতাবের বন্ধুরা তাঁকে উত্যক্ত করছিল, মজাও করছিল।
নয়া দিল্লি: আজব অভিযোগ এনে বিয়েই ভেঙে দিল বর! শুধু তাই নয় কনের বাড়ি থেকে নেওয়া 'পণ'ও ফেরত দেননি তিনি, এমনই অভিযোগ উঠেছে পাত্রীপক্ষের তরফে। যদিও পাত্রপক্ষের তরফেও বলা হয়েছে বিয়েতে 'ইচ্ছে করেই' এই কাজটি করেছিল কন্যাপক্ষ! অভিযোগ, পাল্লা অভিযোগের মধ্যেই বিয়ে ভাঙে বর। এরপর আরও অভিযোগ উঠে আসে। জানা যায়, বিয়ে ভেঙে পরের দিনই ফের নিজের কাকার মেয়েকেই বিয়ে করেন ওই পাত্র।
ঠিক কী ঘটেছে?
পেপারে বিজ্ঞাপন দেখে ওই পাত্রীকে পছন্দ করে পাত্রের পরিবার। এরপর সোশাল মিডিয়ায় ওই পাত্রীর সঙ্গে কথাও জমান পাত্র। জানা গিয়েছে প্রায় ৭ মাস আগে পাত্র মেহতাবের সঙ্গে আলাপ পরিচয় হয় পাত্রীর। এরপর দুই পরিবার কথাবার্তা বলে বিয়েও ঠিক করে। সেই মতো ২২ ডিসেম্বর বিয়ে ঠিক হয়। হামিদপুরে বিশাল মিছিল করে বিয়ে করতে যান পাত্র। এরপরই ঘটে এক সেই কাণ্ড।
পাত্রী পুলিশকে জানান যে, বিয়ের অতিথিরা খেতে বসলে মেহতাবকে খাবার পরিবেশন করতে কিছুটা দেরি হয়। এই নিয়ে মেহতাবের বন্ধুরা তাঁকে উত্যক্ত করছিল, মজাও করছিল। এরপর রেগে গিয়ে মেহতাব পাত্রীপক্ষের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করতে শুরু করে। শুরু হয় জোর বচসা, বাগবিতণ্ডা। এরপর মাঠে নামেন ওই এলাকার প্রবীণরা। পরিস্থিতি সামাল দিতে, সমস্যা সমাধানের জন্য হস্তক্ষেপ করার চেষ্টা করেছিলেন তাঁরা, কিন্তু মেহতাব গাঁটছোড়া বাধতে রাজি হননি, এমনটাই অভিযোগ। এরপর সে রেগে বিয়ে ভেঙে বাড়ি চলে আসেন।
আরও পড়ুন, মেট্রো স্টেশনে চুম্বন, রাজুদার পরোটা থেকে 'আহা টমাটর'- বছরভর ভাইরাল হল কী কী?
এদিকে, মেহতাবের বিয়ের কথা জানতে পেরে, পাত্রী এবং তার বাবা-মা অভিযোগ দায়ের করতে ২৩ ডিসেম্বর শিল্পনগরীর পুলিশ পোস্টে যান। নিষ্ক্রিয়তার অভিযোগ করে, তারা পরে পুলিশ সুপার আদিত্যর কাছে বিষয়টি জানান।
অভিযোগে পাত্রীর মা বলেন যে পরিবারের ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে কারণ তারা সমস্ত ব্যবস্থার জন্য টাকা দিয়ে দিয়েছিল। এবং বরের পক্ষ থেকে প্রায় ২০০ জন অতিথিকে খাওয়ানো হয়েছিল। এমনকী বিয়ের আগে পাত্র পক্ষ ১ লক্ষ টাকাও নিয়েছিল পণ বাবদ।
তবে পুলিশ উভয় পক্ষকে ডেকে পাঠান। এরপর বিষয়টি সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করতে সম্মত হয় দুই পক্ষেও। অফিসার জানান যে দুই পক্ষই একটি লিখিত চুক্তি স্বাক্ষরিত করেছে পাত্রীপক্ষকে বেশ কিছুটা টাকা ফিরিয়ে দেবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে