Viral Video: খাবারের মধ্যে জ্যান্ত শামুক! অনলাইন অর্ডার খুলতেই তাজ্জব বনলেন ক্রেতা!
Viral News: এবার নামি রেস্তোরাঁর খাবার অনলাইন ফুড ডেলিভরি অ্যাপ মারফত ঘরে আনতেই চোখে পড়ছে খাবারের মধ্যে জ্যান্ত শামুকের উপস্থিতি
কলকাতা: অনলাইনে খাবার অর্ডার করতে গিয়ে অনেকেই নানা রকম অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন। কখনও বিরিয়ানিতে মড়া টিকটিকি তো আবার কখনও ফ্রায়েড রাইসে মড়া আরশোলা। তবে এবার নামি রেস্তোরাঁর খাবার অনলাইন ফুড ডেলিভরি অ্যাপ মারফত ঘরে আনতেই চোখে পড়েছে খাবারের মধ্যে জ্যান্ত শামুকের উপস্থিতি।
সুইগি (Swiggy) থেকে অর্ডার করে খাবার আনিয়ে তাতে জ্যান্ত শামুকের দেখা মিলতেই বেজায় চটেন বেঙ্গালুরুর (Bengaluru) ওই ক্রেতা। এক্স হ্যান্ডেলে সেই ভিডিয়ো শেয়ার করে এমন ঘটনা যাতে অন্য কোন ক্রেতার সঙ্গে না ঘটে তা নিশ্চিত করতে বলেছেন সুইগিকে। ক্রেতার টুইটের জবাবে ক্ষমাও চেয়েছে অনলাইন ফুড ডেলিভরি সংস্থা সুইগি।
ঠিক কী হয়েছে?
ক্রেতা জানিয়েছেন স্থানীয় রেস্তোরাঁর চেইন লিওন গ্রিল থেকে অর্ডার করা সালাদে সবজির উপরে একটি জ্যান্ত শামুক পাওয়া যায়। খাবারের বক্সটি খুলতেই সেই দৃশ্যটি চোখে পড়ে ক্রেতার। এরপর ওই ভিডিও শেয়ার করেছেন তা। ওই ক্রেতা লিখেছেন, "@LeonGrill থেকে আর কখনও অর্ডার করব না। সুইগি, অন্যদের সঙ্গে এটি যাতে না ঘটে তা নিশ্চিত করতে আপনি যা করতে পারেন তা করুন।'
Never ordering from @LeonGrill ever again!@SwiggyCares do whatever you can to ensure this shit doesn't happen to others...
— Dhaval singh (@Dhavalsingh7) December 15, 2023
Blr folks take note
Ughhhhh pic.twitter.com/iz9aCsJiW9
তবে শুধু এমন খাবারই নয়, তাঁর পানীয়র অর্ডারও ভুল এসেছিল বলে ওই ক্রেতা জানিয়েছেন সোশাল মিডিয়ায়। এই ভিডিও ভাইরাল হতেই নড়েচরে বসে অনলাইন অর্ডার অ্যাপ। পুরো অর্ডারের টাকা ওই ক্রেতাকে ফেরত দেওয়া হয়েছে বলে সংস্থার তরফে জানান হয়েছে।
আরও পড়ুন, ছাত্রীদের সঙ্গে জনপ্রিয় গানে তুমুল নাচ শিক্ষিকার! মুহূর্তে ভাইরাল ভিডিও!
ভিডিওটি সোশাল মিডিয়ায় শেয়ার করার পর মুহূর্তে ভাইরাল হয়েছে । নেটিজেনরা কমেন্ট করে জানিয়েছেন তাঁদেরও অভিজ্ঞতার কথা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে