Viral News: মোমোর দোকানে কাজ করলেই মিলবে ২৫০০০ বেতন ! একটি পোস্টেই হুলুস্থুল সমাজমাধ্যমে
Momo Shop Helper Salary: মোমোর দোকানে কাজে সাহায্য করলেই যদি ২৫০০০ টাকা বেতন মেলে, কী করবেন আপনি ? এমনই একটি অদ্ভুত পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সমাজমাধ্যমে।
কলকাতা: আজকালকার বাজারে একটা চাকরি জোগাড় করা কত কষ্টের তা সকলেরই জানা। চাকরি তাও বা পাওয়া যায়, বেতন মনমত হয় না। কলেজ পাশ করেই একটা চাকরি যাও বা মেলে, বেতন অনেক কম আর তার উপর এতদিনের পড়াশোনার দাম কী পাবেন, সেই সন্দেহ থাকে মনে। আর এদিকে মোমোর দোকানে কাজে সাহায্য করলেই যদি ২৫০০০ টাকা বেতন মেলে, কী করবেন আপনি ? এমনই একটি অদ্ভুত পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল (Viral News) হয় সমাজমাধ্যমে। দেশি একটি মোমোর (Desi Momo Shop) দোকানের গায়ে লাগানো এমনই একটি বিজ্ঞাপন ছড়িয়ে পড়েছে সারা দেশে। কেন এমন অদ্ভুত পোস্টার ?
কী ছিল সেই পোস্টে
সমাজমাধ্যমে কিছুদিন আগেই অমৃতা সিং নামের এক নেটিজেন সেই মোমোর দোকানের পোস্টারের ছবি পোস্ট করে বিস্ময় প্রকাশ করেছেন। হিন্দিতে লেখা সেই পোস্টারটিতে (Viral News) একটি চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে মোমো বানানোর কাজে সাহায্য করার জন্য ২৫০০০ টাকা বেতন দেওয়ার কথা লেখা আছে।
কমেন্টে কী লেখেন নেটিজেনরা
এই পোস্টে স্বাভাবিকভাবেই বিস্মিত হয়েছেন নেটিজেনরা, অনেকেই ধিক্কার দিয়েছেন, বিদ্রুপ করেছেন। এই মোমোর দোকানটি এখনকার কলেজ ক্যাম্পাসিংয়ে অফার করা চাকরির থেকেও অনেকাংশে ভাল বেতন দিচ্ছে। এই পোস্টটি খুব দ্রুত ভাইরাল (Viral News) হয়ে যায়। এমনকী সমাজমাধ্যমে নেটিজেনরাও এই পোস্ট নিয়ে নানাবিধ মন্তব্য করেছেন। একজন লিখেছেন, 'এখনই আবেদন করছি'। জনৈক নেটিজেন বিদ্রুপ করেই লেখেন যে, 'বিনামূল্যে মোমো খাওয়াতে হবে তাহলে'। অনেকে আবার মজা করে লেখেন, এই মোমোর দোকানে টিসিএসের থেকেও ভাল বেতন অফার করছে। কোথায় রয়েছে এই দোকান, অনেকে সমাজমাধ্যমে এই পোস্টের কমেন্টে জানতে চায়।
আরও ভাইরাল ভিডিয়ো
এমনই নানারকম ভিডিয়ো ভাইরাল (Viral News) হয়ে পড়ে সমাজমাধ্যমে। কিছুদিন আগেই নিজের জন্মদিনে পেঁপে কেটে ভাইরাল হন ভারতের এক যুবক। কেক নয়, বরং কেকের বদলে পাকা পেঁপে কেটেছিলেন সেই ব্যক্তি। এমনকী সেই ভিডিয়ো একজন পোস্ট করে তাঁর ক্যাপশনে লিখেছিলেন, 'জৈব ফলের কেক। শুভ জন্মদিন স্নেহের অজয়। আশীর্বাদ নিও।' কমেন্টের বন্যায় ভেসে যায় সেই পোস্ট। কেউ কেউ লেখেন যে এটা অস্বাস্থ্যকর কেকের থেকে অনেক ভাল। কেউ আবার লেখেন যে পেঁপের থেকে যদি এটা তরমুজ হত, খুবই ভাল হত। কেউ আবার এই পোস্টে বিদ্রুপও করেন সেই যুবককে।
আরও পড়ুন: Viral Video: কেক নয়, জন্মদিনে পেঁপে কেটেই তুমুল ভাইরাল যুবক- কী করলেন দেখুন