Viral: ওষুধের পাতায় বিয়ের কার্ড! ফার্মাস্টিস্টের অভিনব ভাবনা দেখে তাজ্জব সোশাল মিডিয়া
Viral News: অভূতপূর্ব কিছু ভাবনায় সেজে উঠছে বিয়ের কার্ডও। তবে এর মধ্যে এবার যে কার্ডটি দেখা গিয়েছে, তা নিয়েই এখন মেতে রয়েছে সোশাল মিডিয়া।
কলকাতা: ভারতীয় বিয়েতে নিমন্ত্রণ পত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু বছর ধরেই এই প্রথায় নানা ভাবনাও যোগ রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে নানা ধরনের অভিনব ভাবনা দেখা দিচ্ছে। অভূতপূর্ব কিছু ভাবনায় সেজে উঠছে বিয়ের কার্ডও। তবে এর মধ্যে এবার যে কার্ডটি দেখা গিয়েছে, তা নিয়েই এখন মেতে রয়েছে সোশাল মিডিয়া।
শনিবার, আরপিজি গ্রুপের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা একটি অপ্রচলিত বিবাহের কার্ডের একটি ছবি শেয়ার করেছেন যা প্রথম নজরে ওষুধের ট্যাবলেটের একটি স্ট্রিপের পিছনের কভারের মতো দেখাচ্ছে৷ বিয়ের আমন্ত্রণের ছবি শেয়ার করে গোয়েঙ্কা লিখেছেন, “একজন ফার্মাসিস্টের বিয়ের আমন্ত্রণ! মানুষ আজকাল এত উদ্ভাবনী হয়ে উঠেছে. যে ভাবাই যায় না.."
A pharmacist’s wedding invitation! People have become so innovative these days…. pic.twitter.com/VrrlMCZut9
— Harsh Goenka (@hvgoenka) August 20, 2022
এছাড়াও নেটিজেনদেরও এই দেখে চোখ কপালে উঠেছে। একজন টুইটার ইউজার লিখেছেন, এটি রীতিমত বিভ্রান্তিকর সৃজনশীলতা। অনেকে আবার লিখেছেন এই কার্ডে ওষুধের নাম দিলে বিয়েতে স্পনসরও পেয়ে যেতে পারতেন পাত্র-পাত্রী।
Sir🙏🏻💐, to me its highest height of confusing creativity😝😂👌🏻
— 🇮🇳Vandana Mittal🇮🇳🚩 (@VandanaMittal30) August 21, 2022
Seriously, i thought this might be a new researched medicine for the new variant of Corona..but it turned out to be a wedding invitation🤦♀️😝😂😂
Had they included dolo 650 somewhere in the invitation they could have got sponsor for the wedding.
— Sagar (@Sagar_bh21) August 20, 2022
One good thing is that this Pill does not have an expiry date !! God bless the couple !!
— Sridhar Thiagarajan (@tsri1969) August 20, 2022
And doctors wedding invitation? Probably no one would understand 🙂
— Nagarajan (@knotynag) August 20, 2022
এটিই প্রথম নয় যে বিয়ের কোনও আমন্ত্রণপত্র ডিজাইনের জন্য ভাইরাল হয়েছে। এই বছরের জানুয়ারিতে, হরিয়ানার বুশান গ্রামের বাসিন্দা প্রদীপ কালিরামনার বিয়ের কার্ড ভাইরাল হয়ে যায়, যখন তিনি এবং তার স্ত্রী তাদের বিয়ের আমন্ত্রণগুলি কৃষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা দেখানোর জন্য ব্যবহার করেছিলেন ।
এর আগে ২০২১ সালে, গুয়াহাটি -ভিত্তিক আইনজীবী অজয় সরমার একটি বিয়ের আমন্ত্রণ খবর তৈরি করেছিল। সরমার আমন্ত্রণ একটি আইনি দলিল নকল করে করা হয়েছিল। কার্ডটিতে বর এবং বরের নাম লেখা ছিল ন্যায়বিচারের দাঁড়িপাল্লার দুই পাশে। তাদের "জীবনের আদালতে" যাতে সমতা থেকে, সেই বিষয়টি নিয়ে বার্তা দেওয়ার জন্য।