Viral News: মাছের জালে উঠে এল 'ভিনগ্রহীদের মাথা'! দেখেই ভিরমি খেলেন মৎস্যজীবী, তুমুল চাঞ্চল্য
এরই মধ্যে জেলের জালে ধরা পড়ল এমন এক বস্তু, যা দেখে তাজ্জব বনেছে অনেকে। সমুদ্রের গভীর থেকে একটি অদ্ভুত, কখনও দেখা যায়নি এমন প্রাণী উঠে আসে মাছের জালে

কলকাতা: মহাবিশ্বে যে প্রাণ কেবল পৃথিবীতে নেই আরও নিশ্চয়ই কোথাও আছে তা নিয়ে নানা মত রয়েছে নানা মহলে। এত সহস্র কোটি গ্যালাক্সিতে কোথাও হয়তো আছে প্রাণ, আছে ভিনগ্রহীরাও! কল্পবিজ্ঞানেও বারংবার উঠে এসেছে ভিনগ্রহীদের বিষয়টি। এছাড়াও গত কয়েক বছরে ভিনগ্রহীদের নিয়ে নানা রিসার্চ হয়েছে, তাদের অস্তিত্ব নিয়ে নানা ভিডিও প্রকাশ পেয়েছে।
এরই মধ্যে জেলের জালে ধরা পড়ল এমন এক বস্তু, যা দেখে তাজ্জব বনেছে অনেকে। সমুদ্রের গভীর থেকে একটি অদ্ভুত, কখনও দেখা যায়নি এমন প্রাণী উঠে আসে মাছের জালে। যা সোশ্যাল মিডিয়ার লোকজনকে বিভ্রান্ত এবং বাকরুদ্ধ করে তোলে। যা দেখে মনে হতে পারে এটি কোনও ভিনগ্রহীদের মাথা। একেবারে অবিকল ওরকমই দেখতে।
ইনস্টাগ্রামে ওই ছবিটি প্রকাশ করা হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ভিডিও দেখে অবাক লাগতেই পারে যে এটি কীভাবে কোনও মাছ হতে পারে। যদিও প্রাণীবিজ্ঞানীরা জানিয়েছেন এটি এক ধরণের সামুদ্রিক রশ্মি-পাখনাযুক্ত মাছ, যা সমুদ্রের একদম গভীরে বাস করে এবং এক ফুটেরও বেশি দৈর্ঘ্যে পৌঁছতে পারে।
ইনস্টাগ্রামে ইউজাররা যদিও এটিকে বহির্জাগতিক জীবনের প্রমাণ বলেও দাবি করেছেন। বেশিরভাগেরই দাবি এটি এলিয়েনদেরই মাথা বা তেমন কোনও চিহ্ন। তবে এখানেই থেমে থাকেনি ইউজাররা। অদ্ভূত দর্শন এই প্রাণীটিকে দেখে নানারকমের মন্তব্য এসেছে সোশাল মিডিয়ায়।
View this post on Instagram
আরও পড়ুন, বউয়ের বদলে পাত্রীর বান্ধবীর গলায় মালায়! পাত্রকে কষিয়ে থাপ্পড় কনের
একই রকম একটি ঘটনায়, একজন মার্কিন জেলে "সবচেয়ে অদ্ভুত" মুখের একটি সামুদ্রিক প্রাণী ধরে ফেলেন । গত বছর জুন মাসে, এরিক ওসিঙ্কি নিউ ইয়র্কের হাডসন ভ্যালিতে মাছ ধরতে গিয়ে তেমনই একটি মাছ ধরেন। যার মুখে মানুষের মতো দাঁত, হাসিও অবিকল মানুষের মতোই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে























