(Source: Poll of Polls)
Sunscreen Usage: সানস্ক্রিন মাখতে ভুলে গিয়েছিলেন মহিলা, বাইরে বেরোতেই ভয়ঙ্কর বিপদ ! ভর্তি হতে হল হাসপাতালে
Viral News: টেলর ফেইথ নামের সেই মহিলা জানান যে তিনি সানস্ক্রিন মাখতে ভুলে গিয়েছিলেন এবং এভাবেই বাইরে বেরোনোর সিদ্ধান্ত নেন। আর তাতেই বিরাট বিপদ ঘটে তাঁর।

Viral News: এক মহিলা জানিয়েছেন যে সানস্ক্রিন মেখে না বেরনোর জন্য কী ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে হয়েছে তাঁকে ! তিনি জানিয়েছেন যে তাঁকে এক সপ্তাহ যাবৎ হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে আর তাঁর এমন অবস্থা হয়েছিল যে তিনি এক সপ্তাহ ধরে হাঁটতেও পারছিলেন না। ট্যানিংয়ের কারণে তাঁর ত্বক বীভৎসভাবে পুড়ে গিয়েছিল যাকে চিকিৎসার ভাষায় 'থার্ড ডিগ্রি বার্ন' বলে। টিকটক ক্রিয়েটর টেলর ফেইথ তাঁর একটি ভিডিয়োতে এই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। সমুদ্রে স্ট্যান্ড আপ প্যাডলবোর্ডিং করার সময়ে এই ঘটনার সম্মুখীন হন টেলর ফেইথ।
টেলর ফেইথ নামের সেই মহিলা জানান যে তিনি সানস্ক্রিন মাখতে ভুলে গিয়েছিলেন এবং এভাবেই বাইরে বেরোনোর সিদ্ধান্ত নেন। আর রোদে তাঁর ত্বকে গভীরভাবে ট্যান পড়ে যায়। আর এর থেকেও বড় ব্যাপার হল তাঁর ত্বক মাঝারি মাত্রায় পুড়ে গিয়েছিল। কিন্তু সেই জলে খোলা রোদের মধ্যে কাটানোর আট ঘণ্টা পরে তাঁর পা দুটি সম্পূর্ণ জ্বলে যায়। সঙ্গে সঙ্গে তিনি হাসপাতালে ছোটেন।
সেখানে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে এক বিরল এবং বিপজ্জনক থার্ড ডিগ্রি সানবার্নে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখেন। আর এর কারণে তাঁর ত্বকের সমস্ত স্তর পুড়ে গিয়েছিল। তাঁর কথায়, 'আমি কখনও ভাবতেও পারিনি আমার সঙ্গে এরকম হবে। কয়েকদিন আগে এই ঘটনার কারণে আমার মনে হয়েছিল যে আমি হয়ত মারাই যেতাম'। যদিও বেশিরভাগ সানবার্ন মাঝারি মাত্রার হয় এবং কিছুদিনের মধ্যেই তা সেরে যায়, তবে থার্ড ডিগ্রি বার্নের ক্ষেত্রে নার্ভ এন্ডিং, রক্তবাহ এবং গভীর কোশ-কলা পর্যন্ত নষ্ট হওয়ার ভয় থাকে। থার্ড ডিগ্রি বার্নের লক্ষণ হল ঝিমধরা ভাব, অস্বস্তি, জ্বর, মাথা যন্ত্রণা, পেশিতে টান এবং বমিভাব ইত্যাদি।
সেই মহিলা জানিয়েছেন যে, 'আমার ভিতরের দিকটা পুরো জ্বলে গিয়েছিল, এমনকী আমার রক্তবাহ পর্যন্ত পুড়ে যায়, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর এই ঘটনার পরে সানস্ক্রিনের গুরুত্ব আমি বুঝতে শিখেছি'।
বিশেষজ্ঞরা সকাল ১০টা থেকে দুপুর ২টোর মধ্যে সরাসরি সূর্যালোকের সংস্পর্শে আসা থেকে বিরত থাকার পরামর্শ দেন। কারণ এই সময় সূর্যালোকে সবথেকে বেশি মাত্রায় অতিবেগুনি রশ্মি থাকে। আপনাকে এর মধ্যে বাইরে বেরোতে হলে প্রতিরক্ষামূলক পোশাক পরে, কমপক্ষে এসপিএফ ৩০ মাত্রার সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আর এই সানস্ক্রিন প্রতি দুই ঘণ্টা অন্তর মাখা যায় ত্বকে যদি আপনার বেশিমাত্রায় ঘাম হয় বা আপনি সাঁতার কাটেন।























