Viral Video: কাজ করে ক্লান্ত রোবট, পরিশ্রমে লুটিয়ে পড়ল মাটিতে, ভাইরাল ভিডিও
Robot: ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একটি রোবট নাগাড়ে কাজ করে যাচ্ছে। একসময় ক্লান্ত হয়ে পড়েছে সে। তারপরই সটান মাটিতে পড়ে গিয়েছে রোবটটি।
Viral Video: খুব ভারী কাজ করতে হলে বা অনেক পরিশ্রম করতে হলে অনেকসময় অনেকেই বলে থাকেন, ইশ যদি একটা রোবট (Robot) থাকতো, তাহলে নিমেষে সব কাজ হয়ে যেত। কিন্তু রোবটও যে কাজ করে ক্লান্ত হয়ে যায় এবং একেবারে ধপাস করে পড়ে যায়, সেটা বোধহয় কারও জানা নেই। ট্যুইটারে ভাইরাল (Viral) হওয়া একটি ভিডিও (Video) না দেখলে একথা হয়তো বিশ্বাসও করতেন না নেটিজেনরা। তবে এই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একটি রোবট নাগাড়ে কাজ করে যাচ্ছে। একসময় ক্লান্ত হয়ে পড়েছে সে। তারপরই সটান মাটিতে পড়ে গিয়েছে রোবটটি। বলা ভাল একেবারে শুয়ে পড়েছে। ট্যুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে ইতিমধ্যেই হইচই শুরু হয়েছে।
কাজ করে ক্লান্ত রোবট, সটান পড়ে গেল মাটিতে, দেখে নিন সেই ভাইরাল ভিডিও
Video of a robot collapsing in a scene that seemed to fall from tiredness after a long day’s work… pic.twitter.com/EFw8giecrM
— Interesting Videos (@moistonig) April 11, 2023
মানুষের থেকে রোবটের কাজ করার ক্ষমতা অনেক গুণ বেশি, একথা মানেন অনেকেই। কিন্তু তারা যে মানুষের মতো পরিশ্রান্ত হয়ে যেতে পারে একথা বোধহয় এই ভাইরাল ভিডিও না দেখলে কেউই বিশ্বাস করত না। কিছুদিন আগেও এই জাতীয় একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানে একটি রোবটকে ঠিক জায়গায় বাক্স রাখার কাজ দেওয়া হয়েছিল। কিন্তু সেই কাজ ঠিকমতো করতে পারেনি রোবটটি। তাছাড়া এই রোবটের মতো আগের রোবটটিও আচমকা মাটিতে পড়ে গিয়েছিল। এভাবে পরপর রোবটরা কাজকর্মে অসফল হওয়ায় তাদের কর্মদক্ষতা নিয়েও উঠছে প্রশ্ন। তবে একদম নেটিজেন বলছেন, হয়তো আগের ক্ষেত্রে এবং এবারেও রোবটে কোনও যান্ত্রিক বা প্রযুক্তিগত ত্রুটি ছিল যার ফলে সঠিক ভাবে কাজ সম্পন্ন করতে পারেনি রোবটগুলি এবং তারা মাটিতে পড়ে গিয়েছিল।
আজকাল রোবট নিয়ে একাধিক পরীক্ষা নিরীক্ষা হয়
গোয়ার বিচে (Goa Beach) দুর্ঘটনা ঘটলে আপনার প্রাণ বাঁচাতে হাজির থাকবে সেলফ ড্রাইভিং রোবট (Self Driving Robot)। সেই সঙ্গে বন্দোবস্ত থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI Monitoring System) সমৃদ্ধ মনিটরিং সিস্টেমের। গোয়া সরকারের নিযুক্ত করা লাইফগার্ড সংস্থা দৃষ্টি মেরিন প্রথমবার এমন ব্যবস্থাপনা হাজির করতে চলেছে। এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ সেলফ ড্রাইভিং রোবটের নাম Aurus। এছাড়াও থাকতে চলেছে Triton- যা আদতে এআই ভিত্তিক মনিটরিং সিস্টেম। গোয়ার বিভিন্ন জনপ্রিয় সি-বিচ এবং জল সংলগ্ন এলাকায় হাজির থাকবে এই দুই আধুনিক প্রযুক্তির দূত।
আরও পড়ুন- গ্রামের বাড়ির শৌচালয় থেকে উদ্ধার সাত ফুটের কুমির! আতঙ্ক এলাকায়