Viral Video: বাচ্চা জিরাফকে আক্রমণ সিংহীর, সন্তানকে বাঁচাতে ছুটে এল মা, তারপর...
Viral: ভাইরাল ভিডিওতে ঠিক বোঝা যায়নি যে বাচ্চা জিরাফটি ঠিক কতটা আঘাত পেয়েছিল।
Viral Video: সন্তানের সঙ্গে মায়ের বন্ধন সব ক্ষেত্রেই সমান। মনুষ্য সন্তান হোক বা পশু-পাখি, মায়ের স্নেহ সর্বত্রই সমান। যেকোনও রকম বিপদ থেকে সন্তানকে আগলে রাখার জন্য, রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েন মা। এবার তারই নিদর্শন দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে। ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এই ভিডিও। সেখানে দেখা গিয়েছে একটি বাচ্চা জিরাফকে ধাওয়া করে এসেছে এক সিংহী। এক মুহূর্তও সময় নষ্ট করে সটান ওই বাচ্চা জিরাফের ঘাড়ে কামড় বসিয়েছে সে। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে শিকার যেভাবেই হোক টেনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সিংহীটির।
আচমকাই পিছন থেকে ছুটে এসেছিল ওই বাচ্চা জিরাফটির মা। সাধারণত সিংহী কাউকেই ভয় পায়। শিকারের সময় তার একমাত্র লক্ষ্য থাকে কীভাবে শিকারকে বাগে আনা সম্ভব। তবে আপাত নিরীহ শান্ত জিরাফকে ওভাবে ছুটে আসতে দেখে খানিকটা হকচকিয়েই গিয়েছিল ওই সিংহী। সম্ভবত সেই কারণেই এলাকা ছেড়ে, শিকার ফেলে পালাতে দেখা গিয়েছে তাকে। সিংহীকে এলাকাছাড়া করার পর সন্তানের দিকে মনযোগ দিয়েছিল ওই মা জিরাফ। তবে ভাইরাল ভিডিওতে ঠিক বোঝা যায়নি যে বাচ্চা জিরাফটি ঠিক কতটা আঘাত পেয়েছিল।
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
View this post on Instagram
এদিকে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আপলোড করা নিয়ে নেটিজেনদের একাংশ বেশ ক্ষুব্ধ হয়েছেন। কারও মতে এমন ভয়ঙ্কর ভিডিও এমন ফলাও করে শেয়ার করে সকলকে দেখানো অর্থহীন। এই ভিডিও দেখলে বেশিরভাগই শিউরে উঠবেন, খুব ভাল কোনও অভিজ্ঞতা হবে না। এখানেই শেষ নেই। নেটিজেনদের অনেকে আবার এও বলেছেন যে, গোটা দুনিয়াই চলছে খাদ্য-খাদকের সম্পর্কে। এই ঘটনাও সেই খাদ্যশৃঙ্খলেরই অঙ্গ।
নিরাপদে উদ্ধার মা ও বাচ্চা হাতি
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল হয়েছে। সেখানে এক মা হাতি ও তার শাবককে কীভাবে উদ্ধার করা হয়েছে সেটাই দেখা গিয়েছিল। মা হাতিটিকে ঘুমপাড়ানি ওষুধ দেওয়া হয়েছিল। আর তার জেরেই অসাবধানে সামনের পা দিয়ে গর্তে পড়ে গিয়েছিল ওই পূর্ণবয়স্ক হাতিটি। ওই একই গর্তে পড়ে গিয়েছিল বাচ্চা হাতিটিও। প্রথমে একটি বড় ক্রেন এনে মা হাতিটিকে গর্ত থেকে টেনে তোলা হয়েছিল। কিন্তু ঘুমাপাড়ানি ওষুধের জেরে ক্লান্ত অবসন্ন হাতিটি কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়েছিল। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, মা হাতিটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছেন আশপাশের উদ্ধারকারী দলের লোকজন। কার্যত হাতির উপর উঠে সিপিআর দিতে শুরু করেন তাঁরা। মুহূর্তের মধ্যেই জ্ঞান ফিরে পায় হাতিটি। তারপর উদ্ধার করা হয় বাচ্চা হাতিটিকেও। শেষ পর্যন্ত বাচ্চা হাতিটিকে মা হাতির কাছে পাঠানো হয়েছে।
আরও পড়ুন- তীব্র গতিতে শিকারকে ধাওয়া চিতার, ভাইরাল ভিডিও দেখে চমকে উঠলেন নেটিজেনরা