Viral Video: শার্টের নীচে লেহেঙ্গা, সঙ্গে ওড়না, 'ডোলা রে ডোলা' গানে নিউ ইয়র্কের রাস্তায় নাচ দুই যুবকের
Viral: শার্টের নীচে লেহেঙ্গা, সঙ্গে ওড়না। এই পোশাকেই নিউ ইয়র্কের রাস্তায় 'ডোলা রে ডোলা' গানে নেচে মাতিয়েছেন দুই যুবক।
![Viral Video: শার্টের নীচে লেহেঙ্গা, সঙ্গে ওড়না, 'ডোলা রে ডোলা' গানে নিউ ইয়র্কের রাস্তায় নাচ দুই যুবকের watch viral video Canadian Dancer Joins Indian YouTuber To Recreate 'Dola Re Dola' In Lehengas On New York Street Viral Video: শার্টের নীচে লেহেঙ্গা, সঙ্গে ওড়না, 'ডোলা রে ডোলা' গানে নিউ ইয়র্কের রাস্তায় নাচ দুই যুবকের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/03/aeaee6d5dd3ca5af14d1082912df96081672684915330485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Viral Video: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস 'দেবদাস' অবলম্বনে বলিউডের বিগ-বাজেট সিনেমা তৈরি করেছিলেন সঞ্জয় লীলা বনশালী। সেই ছবির বিখ্যাত গান 'ডোলা রে ডোলা' (Dola Re Dola)। ঐশ্বর্য রাই এবং মাধুরী দীক্ষিতের অসামান্য নাচ এবং শ্রেয়া ঘোষাল ও কবিতা কৃষ্ণমূর্তির গান- 'ডোলা রে ডোলা' বলতেই এই দুই দৃশ্য ভেসে ওঠে দর্শকদের চোখে। সেই গানেই নেচে এবার তাক লাগালেন দুই যুবক। আসল চমক অবশ্য তাঁদের পোশাকে। দুই যুবকই পরেছেন লেহেঙ্গা। শুধু পরেননি, দারুণ ভাবে সামলেওছেন। শার্টের নীচে লেহেঙ্গা, সঙ্গে ওড়না। এই পোশাকেই নিউ ইয়র্কের রাস্তায় 'ডোলা রে ডোলা' গানে নেচে মাতিয়েছেন দুই যুবক। এক যুবক ভারতীয় ইউটিউবার। আর তাঁর সঙ্গে যোগ দিয়েছেন এক কানাডিয়ান নৃত্যশিল্পী। সেই নাচের ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
দেখে নিন নিউ ইয়র্কের রাস্তায় দুই যুবকের লেহেঙ্গা পরে 'ডোলা রে ডোলা' নাচের ভাইরাল ভিডিও
View this post on Instagram
শুনে যতটা অবাক হচ্ছেন, এই দুই যুবকের নাচের ভিডিও দেখলে আরও চমক পাবেন। ইনস্টাগ্রামে এই ভিডিও ভাইরাল হয়েছে। ক্রমশ বাড়ছে লাইক, কমেন্ট, ভিউ। দুই যুবকের নাচ, আদব-কায়দা, এক্সপ্রেশন দেখে মুগ্ধ নেটিজেনরা। 'ডোলা রে ডোলা' নাচের 'হুক স্টেপে' যেভাবে এই দুই যুবক নাচ করেছেন তা সত্যিই প্রশংসনীয়। ভাইরাল ভিডিও দেখেই বোঝা যাচ্ছে, রীতিমতো অভ্যাস করে তবেই নাচ করতে এসেছেন তাঁরা। শুধু তাই নয়, ক্লাসিকাল নাচে যে এই দুই যুবকই বেশ পারদর্শী সেটাও বেশ ভালভাবে বোঝা গিয়েছে। আর ভারতীয় পোশাক, মহিলাদের পোশাক পরেও একটুও বেসামাল হতে দেখা যায়নি দুই যুবককে। বরং বেশ সাবলীল ভাবেই নাচ করেছেন তাঁরা। নাচের ভঙ্গি থেকে শুরু করে অঙ্গভঙ্গি এবং অভিব্যক্তি- সবেতেই মাতিয়ে দিয়েছেন এই দুই যুবক। নিখুঁত ভাবে নেচেছেন মাধুরী দীক্ষিত এবং ঐশ্বর্য রাইয়ের নাচের স্টেপ। এই দুই যুবকের নাচের প্রশংসায় এখন পঞ্চমুখ নেটিজেনরা।
আরও পড়ুন- মনে নেই উত্তর! ফিজিক্স পরীক্ষায় খাতায় আলি জাফরের জনপ্রিয় গানের লাইন লিখল ছাত্র
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)