Suvendu on Ramnabami: রামনবমীতে এক কোটি হন্দুকে রাস্তায় নামার ডাক বিরোধী দলনেতার
ABP Ananda LIVE: বিধানসভার পর এবার ফের ধর্মীয় ইস্যুতে সরব শুভেন্দু অধিকারী । রামনবমীতে এক কোটি হন্দুকে রাস্তায় নামার ডাক বিরোধী দলনেতার । এবার গোটা বাংলায় এমনভাবে রামনবমী পালন করতে হবে' । 'যাতে হিন্দু বিরোধী শক্তিদের মুখের উপর জবাব দেওয়া যায়' । ভাল করে রামনবমী পালন করুন, আমিও থাকব মাঠে' । 'গতবার ৫০ লক্ষ হিন্দু নেমেছিল, এক হাজার মিছিল হয়েছিল'। 'এবার ২ হাজার মিছিল হবে, এক কোটি হিন্দু রাস্তায় থাকবে ' । কোনও অনুমতি নেবেন না' । হিন্দু তার উৎসব করবে, আমাদের দায়িত্ব শান্তিপূর্ণভাবে করার'।
পার্কিং নিয়ে বচসার জেরে বাঙালি বিজ্ঞানীকে পিটিয়ে খুনের অভিযোগ, পাঞ্জাবের মোহালিতে চাঞ্চল্য
পার্কিং নিয়ে বচসার জেরে বাঙালি বিজ্ঞানীকে পিটিয়ে খুনের অভিযোগ, পাঞ্জাবের মোহালিতে চাঞ্চল্য। নিহত অভিষেক স্বর্ণকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চে কর্মরত ছিলেন জন্মসূত্রে । বাংলার ছেলে হলেও মোহালিতে একটি ভাড়াবাড়িতে থাকতেন তিনি। পুলিশ সূত্রে খবর, এক প্রতিবেশীর সঙ্গে গাড়ি পার্ক করা নিয়ে ঝামেলায় জড়ান ওই বিজ্ঞানী । অভিযোগ, সেই সময় ওই প্রতিবেশী বিজ্ঞানীকে বেধড়ক মারধর করে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।


















