Viral Video: গরম তেলে ভাজা হল ফোন! রান্না করতে গিয়ে এ কী কাণ্ড
Viral: ভাইরাল ভিডিও দেখে মনে হয়েছে কোনও রেস্তোরাঁ বা খাবারের দোকানে এই ভিডিও তোলা হয়েছে। ওই তরুণী সেখানকার শেফ। পকেট থেকে ফোন বের করেছিলেন তিনি। হাত ফস্কে তা সটান পড়ে যায় ফুটন্ত তেলের মধ্যে।

Viral Video: স্মার্টফোন (Smartphones) এখন আমাদের সারাক্ষণের সঙ্গী। অনেকেই আছেন যাঁরা যেখানেই যান না কেন ফোন হাতছাড়া করেন না। খাওয়া, ঘুমানোর পাশাপাশি দিনের প্রায় সব কাজেই ফোন থাকে সঙ্গে। অনেকেই নিজেদের বাড়িতে রান্না করার সময় ফোন নিয়েই রান্নাঘরে যান। কেউ ইউটিউবে রেসিপি দেখেন। কেউ বা গল্প করতে করতে রান্না সেরে নেন। অনেকে আবার বলেন ফোন অন্যত্র থাকলে সেখানে কল এলে শুনতে পাবেন না, তাই সঙ্গেই রাখেন স্মার্টফোন। আর এই রান্নাঘরে ফোন নিয়ে গিয়ে রান্না করার সময়েই সাংঘাতিক এক কাণ্ড ঘটিয়েছেন একজন তরুণী। তাঁর কীর্তিকলাপ এখন সোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral Video) হয়ে গিয়েছে। বিভিন্ন সোশাল মিডিয়া মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, গরম তেলের মধ্যে নিজের ফোন ফেলে দিয়েছেন ওই তরুণী।
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
Oops pic.twitter.com/acPOyFARHU
— cctv ediots 📷 (@cctv_videos) March 2, 2023
ভাইরাল ভিডিও দেখে মনে হয়েছে কোনও রেস্তোরাঁ বা খাবারের দোকানে এই ভিডিও তোলা হয়েছে। ওই তরুণী সেখানকার শেফ। কিছু ভাজাভুজি তৈরি করছিলেন তিনি। আচমকাই ভাজার জন্য উপযুক্ত উপকরণ গরম তেলের মধ্যে দেওয়ার পরিবর্তে নিজের ফোন দিয়ে দেন ওই তরুণী। পরমুহূর্তেই বুঝতে পারেন কী সাংঘাতিক কাণ্ড করেছেন। তাঁর চোখমুখের অভিব্যক্তি ধরা পড়েছে ক্যামেরায়। নিজের কাজে নিজেই চমকে গিয়ে হতবাক হয়েছেন তরুণী। দেখা গিয়েছে, একটা বড় চিমটে জাতীয় জিনিসের সাহায্যে কোনওমতে ফোনটা গরম তেল থেকে বের করেছেন ওই তরুণী। এরপর ওই ফোনের কী দশা হয়েছে তা আর জানা যায়নি।
সাধারণত রান্নাঘরে ফোন নিয়ে কাজ করতে না করার অন্যতম কারণ হল কোনওরকম বিস্ফোরণ এড়ানো। এক্ষেত্রেও বড়সড় বিপদ ঘটতে পারত। তবে এ যাত্রায় শেষরক্ষা হয়েছে। কোনও অঘটন ঘটেনি। এই ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। নেটিজেনদের অনেকে মজা করে বলেছেন নতুন রেসিপির নাম 'ফ্রায়েড ফোন'। অনেকে আবার ফোনের পরবর্তী অবস্থার কথা জানতে চেয়ে কৌতূহলও দেখিয়েছেন। এখানেই শেষ নয়। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন ওই তেল বদলে খাবার বানানো হয়েছে কিনা সেই প্রসঙ্গে। কারণ গরম তেলের মধ্যে ফোন পড়ে যাওয়ায় কী রাসায়নিক নির্গত হয়েছে, তাতেলে মিশলে কী প্রতিক্রিয়া হবে এবং সেই তেল দিয়ে খাবার তৈরি হলে বড় সমস্যা হওয়ার আশঙ্কা করেছেন নেটিজেনদের অনেকে।
আরও পড়ুন- ডেয়ারি মিল্ক-চকোলেট সিরাপ দিয়ে ওমলেট, 'বেআইনি' ঘোষণার দাবি নেটিজেনদের























