World Earth Day 2022: পরিবেশ বাঁচানোর বার্তা দেয় 'আর্থ ডে'
Earth Day: বিভিন্ন কারণে হয়ে চলা দূষণ। ক্রমাগত পাল্টে চলা পৃথিবীর জলবায়ু এবং জীববৈচিত্র্যের উপর তার সরাসরি প্রভাব পড়া। সব কিছুই আর্থ ডে'র আলোচনায় উঠে আসে।
কলকাতা: যত দিন এগোচ্ছে। একটু একটু করে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। পরিবেশ রক্ষার বার্তা দিতে বিশ্বের নানা কোণায় আন্দোলন চালাচ্ছেন পরিবেশপ্রেমীরা। ক্রমশ ক্ষতি হয়ে চলা পরিবেশকে বাঁচাতে একাধিক বার্তাও দিচ্ছেন পরিবেশপ্রেমীরা। সচেতনতা প্রচারের জন্য বছরের নানা দিনে নানাভাবে কর্মসূচি নেওয়া হয়। সেরকমই একটি দিন ২২ এপ্রিল। আজ ওয়ার্ল্ড আর্থ ডে (World Earth Day), এই দিনটিকে ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে-ও (International Mother Earth Day) বলা হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশ এই দিনটি নানাভাবে উদযাপন করে।
নানা বছর নানা থিম:
২০২২ সালে ওয়ার্ল্ড আর্থ ডে'র থিম 'Invest in our planet'। ২০২১ সালে এর দিনটির থিম ছিল 'Restore our Earth'। ২০২০ সালে থিম ছিল 'Climate action'
কবে থেকে শুরু:
সত্তরের দশকে প্রথম শুরু হয়েছিল এই দিনটি পালন। ১৯৭০ সালে ২২ এপ্রিল প্রথম বার পালিত হয় দিনটি। সানফ্রান্সিসকোতে UNESCO কনফারেন্সে এই দিনটি পালনের কথা তোলা হয়।
এই দিনে পরিবেশ সুরক্ষা ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে বিশ্বব্যাপী মানুষকে সচেতন করতে গুগলও একটি ডুডল তৈরি করেছে। জলবায়ু পরিবর্তন এই সময়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এই বিষয়টিই তুলে ধরেছে গুগল ডুডল (Googl Doodle)। উল্লেখ্য, ১৯৭০ সালে আজকের দিনেই আধুনিক পরিবেশ আন্দোলনের জন্ম। এরপর থেকেই প্রতি বছর ধরে বিশ্ব বসুন্ধরা দিবস পালিত হয়ে আসছে। ডুডলসটি গ্রহের চারপাশে চারটে বিভিন্ন স্থানে জলবায়ু পরিবর্তনের ছবি প্রদর্শিত করেছে।
বিভিন্ন কারণে হয়ে চলা দূষণ। ক্রমাগত পাল্টে চলা পৃথিবীর জলবায়ু এবং জীববৈচিত্র্যের উপর তার সরাসরি প্রভাব পড়া। সব কিছুই আর্থ ডে'র আলোচনায় উঠে আসে। শিশুবয়স থেকেই সবাইকে পরিবেশ নিয়ে সচেতন করার জন্য়ও এই দিনটি পালন করা হয়। সচেতনতার বার্তা দিতে বিভিন্ন বেসরকারি সংস্থার তরফেও নানা উদ্যোগ নেওয়া হয় এই দিনটিতে।