এক্সপ্লোর
দেওয়াল জুড়ে সত্যজিৎ, গোপাল ভাঁড় থেকে শুরু করে টম অ্যান্ড জেরি, ব্রহ্মপুর প্লেস বদলে গিয়েছে রং-ছবি পাড়ায়
1/8

সমাজের ডাক্তার, নার্স পুলিশদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন থেকে জল বাঁচানোর আর্জি সবই আছে এপাড়ার দেওয়ালচিত্রে। গিরিশ কারনাড থেকে সুশান্ত সিংহ রাজপুত, ঊষা গাঙ্গুলি থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় সবাই আছেন এখানে। এভাবেই শৈশব স্মৃতি, সিনেমা সংস্কৃতি, নাটক, খেলা, রূপকথা, এমনকি সমসাময়িক নানান ঘটনা উঠে এসেছে দেওয়ালে দেওয়ালে। শিল্পী অরুণ মন্ডল আর ত্রিগুণাসেন মান্না নিজেদের দলবল নিয়ে প্রায় তিন মাস ধরে সাজিয়ে তুলেছেন গোটা পাড়া। রং- ছবি মিলিয়ে প্রায় 10 হাজার বর্গফুট এলাকা এখন রঙিন হয়ে উঠেছে।
2/8

পাড়ার মোড়ে দেবাশিস নস্করের ছোট্ট দোকান। তিনি বেজায় খুশি কারণ দূর-দূরান্ত থেকে বহু মানুষ দেখতে আসছে এই রং ছবি পাড়া। ঠেলাগাড়িতে সবজিওয়ালার কাছে সবজি কিনছিলেন গৃহবধূ নবনীতা সেন গুপ্ত।
Published at :
আরও দেখুন





















