এক্সপ্লোর
সমস্যা থেকে মুক্তি, মঙ্গলবারে 'অমঙ্গল' নয় কাদের ? দেখুন মেষ-মীনের রাশিফল
22 October 2024 Rashifal : মেষ থেকে মীন, রাশিচক্রের ১২ রাশির কেমন কাটবে মঙ্গলবার দিনটি ? দেখে নিন রাশিফলে...
আজকের রাশিফল
1/12

মেষ রাশি (Mesh Rashi ) - মঙ্গলবার দিনটি ভাল কাটবে মেষ রাশির জাতকদের। একাধিক সমস্যা থেকে মুক্তি মিলবে। পরিবারে চলতে থাকা বিবাদ আলোচনার মাধ্যমে মিটে যাবে। ভাই-বোনেরা আপনার কাজে সঙ্গে দেবেন। বাড়ি বা গাড়ি কেনার জন্য যদি লোনের আবেদন করা থাকেন, তাহলে তা সহজেই পেয়ে যাবেন। পরিবারের কোনো শুভকাজের আয়োজন হলে খুশির পরিবেশ থাকবে। কার্যক্ষেত্রে পুরস্কার পেতে পারেন।
2/12

বৃষ রাশি (Brisha Rashi)- বৃষ রাশির জাতকদের জন্য দিনটি মিশ্র যাবে। আপনি যদি কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হন, তাহলে বসের সঙ্গে কথা বলে সমাধান করতে পারেন। স্ত্রীর কাছ থেকে সারপ্রাইজ উপহার পেতে পারেন। কোনও বন্ধু দীর্ঘদিন পর দেখা করতে আসতে পারেন। রাজনীতিবিদ এবং পদক্ষেপ গ্রহণকারী ব্যক্তিদের একটু সতর্ক হওয়া দরকার।
Published at : 22 Oct 2024 06:00 AM (IST)
আরও দেখুন






















