এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Zodiac Signs: নিজের বিলাসিতা নয়, মা-বাবাকে স্বপ্নের বাড়ি উপহার দেওয়াই লক্ষ্য এই রাশির জাতকদের
Astrology: মা-বাবাকে খুশি রাখাই একমাত্র লক্ষ্য হয় কিছু মানুষের। তাঁদের স্বপ্নের বাড়ি উপহার দিতে হাড়ভাঙা পরিশ্রম করতেও পিছপা হন না।
![Astrology: মা-বাবাকে খুশি রাখাই একমাত্র লক্ষ্য হয় কিছু মানুষের। তাঁদের স্বপ্নের বাড়ি উপহার দিতে হাড়ভাঙা পরিশ্রম করতেও পিছপা হন না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/10/2529e3298b3ae71de5b94c5223fc49051683705209881338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি: পিক্সাবে।
1/10
![দক্ষিণ খোলা বারান্দা, সদর-খিড়কি দরজা, চিলেকোঠার নিস্তব্ধতা, গল্প ঠেকলেও, বড় বাড়িতে বেড়ে উঠেছেন যাঁরা, এর কদর বোঝেন তাঁরা। কিন্তু উন্নয়নের ধাক্কায় মাঠঘাট বিলুপ্তির পথে। কংক্রিটের দেওয়ালের ফাঁক দিয়ে একচিলতে আকাশের দেখাও মেলে না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/10/a269962fe1424e1ca3e68c328b9fed613de63.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দক্ষিণ খোলা বারান্দা, সদর-খিড়কি দরজা, চিলেকোঠার নিস্তব্ধতা, গল্প ঠেকলেও, বড় বাড়িতে বেড়ে উঠেছেন যাঁরা, এর কদর বোঝেন তাঁরা। কিন্তু উন্নয়নের ধাক্কায় মাঠঘাট বিলুপ্তির পথে। কংক্রিটের দেওয়ালের ফাঁক দিয়ে একচিলতে আকাশের দেখাও মেলে না।
2/10
![তাই একটুকরো জমি কিনে, নিজের বাড়ি বানানোর স্বপ্ন নিয়ে বাঁচেন অনেকেই। নিজের জন্য না হলেও, সাফল্যের প্রতীক স্বরূপ প্রবীণ মা-বাবাকে ভিটেমাটি গড়ে দিতে চান। এ ব্যাপারে একটু বেশিই আবেগ থাকে কিছু রাশির জাতকের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/10/edab7ba7e203cd7576d1200465194ea8d17f8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তাই একটুকরো জমি কিনে, নিজের বাড়ি বানানোর স্বপ্ন নিয়ে বাঁচেন অনেকেই। নিজের জন্য না হলেও, সাফল্যের প্রতীক স্বরূপ প্রবীণ মা-বাবাকে ভিটেমাটি গড়ে দিতে চান। এ ব্যাপারে একটু বেশিই আবেগ থাকে কিছু রাশির জাতকের।
3/10
![কুম্ভরাশির জাতকদের দেখলে কিছু আঁচ করা যায় না। চমকে দিতে পারদর্শী এঁরা। সারাক্ষণ কিছু না কিছু মাথায় ঘুরতে থাকে এঁদের। আর মা-বাবার কথা উঠলে এগিয়েই থাকেন এঁরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/10/64b8299d1597b8a5c7b9cb9c88642f6c55b18.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কুম্ভরাশির জাতকদের দেখলে কিছু আঁচ করা যায় না। চমকে দিতে পারদর্শী এঁরা। সারাক্ষণ কিছু না কিছু মাথায় ঘুরতে থাকে এঁদের। আর মা-বাবার কথা উঠলে এগিয়েই থাকেন এঁরা।
4/10
![কষ্ট করে বড় করে তুলেছেন যে মা-বাবা, তাঁদের শেষ শেষ জীবনটা সুখের করে তোলাই লক্ষ্য হয় কুম্ভরাশির জাতকদের। খোলা হাওয়ায় শ্বাস নিতে পারেন যাতে মা-বাবা, তার জন্য তাঁদের স্বপ্নের বাড়ি বানানোই লক্ষ্য হয় এঁদের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/10/9414a8f5b810972c3c9a0e2860c0753215e18.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কষ্ট করে বড় করে তুলেছেন যে মা-বাবা, তাঁদের শেষ শেষ জীবনটা সুখের করে তোলাই লক্ষ্য হয় কুম্ভরাশির জাতকদের। খোলা হাওয়ায় শ্বাস নিতে পারেন যাতে মা-বাবা, তার জন্য তাঁদের স্বপ্নের বাড়ি বানানোই লক্ষ্য হয় এঁদের।
5/10
![মা-বাবার সুখ-শান্তিকে বিশেষ গুরুত্ব দেন মিথুন রাশির জাতকরা। তার জন্য আকাশ-পাতাল চষে ফেলতে হলেও পিছু হটেন না এঁরা। স্বপ্নপূরণে কোনও খামতি রাখেন না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/10/db3a17f7bcac837ecc1fe2bc630a547348a60.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মা-বাবার সুখ-শান্তিকে বিশেষ গুরুত্ব দেন মিথুন রাশির জাতকরা। তার জন্য আকাশ-পাতাল চষে ফেলতে হলেও পিছু হটেন না এঁরা। স্বপ্নপূরণে কোনও খামতি রাখেন না।
6/10
![শুধু বাড়ি তৈরিই নয়, সেই বাড়িতে যাতে স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন মা-বাবা, সেদিকেও কড়া নজর থাকে মিথুন রাশির জাতকদের। তার জন্য অন্দরসজ্জাও হয় মা-বাবার পছন্দ অনুযায়ীই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/10/e89666feb714ab9c3946f28f00c5d8c45b34a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শুধু বাড়ি তৈরিই নয়, সেই বাড়িতে যাতে স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন মা-বাবা, সেদিকেও কড়া নজর থাকে মিথুন রাশির জাতকদের। তার জন্য অন্দরসজ্জাও হয় মা-বাবার পছন্দ অনুযায়ীই।
7/10
![‘করব নয়ত মরব’ নীতি নিয়ে চলেন মেষ রাশির জাতকরা। চরম বিপদ এলেও মা-বাবার হাত ছাড়েন না এঁরা। মা-বাবার সেবা করাই জীবনের নীতি এঁদের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/10/ca538c343179bf0fbdfab6cd10469afda027c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
‘করব নয়ত মরব’ নীতি নিয়ে চলেন মেষ রাশির জাতকরা। চরম বিপদ এলেও মা-বাবার হাত ছাড়েন না এঁরা। মা-বাবার সেবা করাই জীবনের নীতি এঁদের।
8/10
![তাই মা-বাবার জন্য হাত খুলে খরচেও দ্বিধা করেন না মেষ রাশির জাতকরা। এঁদের কাছে স্বপ্নের বাড়ির অর্থ আক্ষরিক অর্থেই স্বপ্নের বাড়ি। কোথাও এতটুকু কামতি রাখতে চান না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/10/8df7b73a7820f4aef47864f2a6c5fccf3f8f3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তাই মা-বাবার জন্য হাত খুলে খরচেও দ্বিধা করেন না মেষ রাশির জাতকরা। এঁদের কাছে স্বপ্নের বাড়ির অর্থ আক্ষরিক অর্থেই স্বপ্নের বাড়ি। কোথাও এতটুকু কামতি রাখতে চান না।
9/10
![বৃষ রাশির জাতকরা মা-বাবার প্রতি নিবেদিত প্রাণ স্বভাবের হন। মা-বাবার জন্য প্রায় সবকিছু ত্যাগ করতে পারেন এঁরা। তাঁদের ভাল থাকাই এঁদের কাছে সবকিছু।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/10/85b6f89b41cae26786ac72365fff771b1526e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বৃষ রাশির জাতকরা মা-বাবার প্রতি নিবেদিত প্রাণ স্বভাবের হন। মা-বাবার জন্য প্রায় সবকিছু ত্যাগ করতে পারেন এঁরা। তাঁদের ভাল থাকাই এঁদের কাছে সবকিছু।
10/10
![মা-বাবাকে দুনিয়ার সব বিলাসিতা উপভোগ করার সুযোগ করে দিতে চান বৃষ রাশির জাতকরা। আর সেই তালিকায় প্রথমেই পড়ে চোখধাঁধানো বাড়ি। বাড়ি দেখে যাতে গর্ববোধ করেন মা-বাবা, সেই লক্ষ্য নিয়েই এগোন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/10/62bf1edb36141f114521ec4bb41755793bec2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মা-বাবাকে দুনিয়ার সব বিলাসিতা উপভোগ করার সুযোগ করে দিতে চান বৃষ রাশির জাতকরা। আর সেই তালিকায় প্রথমেই পড়ে চোখধাঁধানো বাড়ি। বাড়ি দেখে যাতে গর্ববোধ করেন মা-বাবা, সেই লক্ষ্য নিয়েই এগোন।
Published at : 10 May 2023 01:28 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
আইপিএল
খবর
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)