এক্সপ্লোর
Horoscope: কোন রাশির জাতকের প্ররোচনায় পা দেওয়া উচিত নয়, দেখুন- আপনার আজকের দিন
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/14/404b2bec552affaab9fa00eed121ef96_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
horoscope
1/12
![আজ মস্তিষ্ক সজাগ ও সক্রিয় থাকবে। কঠিন কাজও সহজেই সমাধা হবে। পরোপকার করতে গিয়ে মনে আনন্দ লাভ । উচ্চ শিক্ষায় বা কোন গবেষণায় বিশেষ সাফল্য । কর্মে উন্নতি যোগ । গুরুজনের শরীর নিয়ে মনের চাপ কমবে । প্রেমের ক্ষেত্রে আশার সঞ্চার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/28/e1b6766f26f46f8ee76ec73c611367658e997.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ মস্তিষ্ক সজাগ ও সক্রিয় থাকবে। কঠিন কাজও সহজেই সমাধা হবে। পরোপকার করতে গিয়ে মনে আনন্দ লাভ । উচ্চ শিক্ষায় বা কোন গবেষণায় বিশেষ সাফল্য । কর্মে উন্নতি যোগ । গুরুজনের শরীর নিয়ে মনের চাপ কমবে । প্রেমের ক্ষেত্রে আশার সঞ্চার।
2/12
![ব্যবসা ও কর্মের জায়গায় কোনও ব্যাঘাত আসতে পারে । পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে । সন্তানদের ব্যবহারে মানসিক শান্তি লাভ । অন্যের কাছ থেকে উপকার নেবেন না ফল ক্ষতি । সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা। পরিবারের গুরুজনদের পরামর্শ দিন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/28/d45de818a8ae09a04f5add3b2221c31d0c8cb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ব্যবসা ও কর্মের জায়গায় কোনও ব্যাঘাত আসতে পারে । পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে । সন্তানদের ব্যবহারে মানসিক শান্তি লাভ । অন্যের কাছ থেকে উপকার নেবেন না ফল ক্ষতি । সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা। পরিবারের গুরুজনদের পরামর্শ দিন।
3/12
![অবিবেচক ব্যক্তির পরামর্শে কোনও কাজ করবেন না ফলে অর্থ ব্যয়ের সম্ভবনা । গঠনমূলক কোনও কাজে অগ্রসর হতে পারেন ।বিদেশে ভ্রমণ হতে পারে। জ্যোতিষ চর্চায় অগ্রগতি । রাস্তাঘাটে সতর্ক থাকুন। নিয়ম-কানুন মেনে চলুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/28/69863c38ec3802968fe0b6f79c18165cc301f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অবিবেচক ব্যক্তির পরামর্শে কোনও কাজ করবেন না ফলে অর্থ ব্যয়ের সম্ভবনা । গঠনমূলক কোনও কাজে অগ্রসর হতে পারেন ।বিদেশে ভ্রমণ হতে পারে। জ্যোতিষ চর্চায় অগ্রগতি । রাস্তাঘাটে সতর্ক থাকুন। নিয়ম-কানুন মেনে চলুন।
4/12
![ধৈর্য্য ও সংযম রেখে চলুন। মনে কোনো চঞ্চলতার সৃষ্টি হতে দেবেন না। হঠাৎ অর্থ ব্যয় হতে পারে । কারোর কথায় প্রভাবিত হবেন না । পুলিশি ঝামেলার আশঙ্কা রয়েছে।সন্তানদের নিয়ে চিন্তা । হজমের গণ্ডগোলে ভোগান্তি ।অতিমারী পরিস্থিতি নিয়ে সতর্ক থাকুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/28/2c1098489ddb2aa77af38931d5b46cad04a6a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ধৈর্য্য ও সংযম রেখে চলুন। মনে কোনো চঞ্চলতার সৃষ্টি হতে দেবেন না। হঠাৎ অর্থ ব্যয় হতে পারে । কারোর কথায় প্রভাবিত হবেন না । পুলিশি ঝামেলার আশঙ্কা রয়েছে।সন্তানদের নিয়ে চিন্তা । হজমের গণ্ডগোলে ভোগান্তি ।অতিমারী পরিস্থিতি নিয়ে সতর্ক থাকুন।
5/12
![প্রতিবেশী দের সঙ্গে বিবাদের আশঙ্কা । তরুণদের কেরিয়ার নিয়ে ভালো খবর আসতে পারে। অংশিদারী ব্যবসা এড়িয়ে যাওয়া উচিত । সজ্জনদের সঙ্গে মেলামেশা করুন । হঠাৎ করে কোনও পুরনো সম্পত্তি পাওয়ার যোগ আছে । গুরুজনের ব্যবহারে মনে খুশি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/28/3100dcaffa2c53a84ee48fa7a5bab606c565d.png?impolicy=abp_cdn&imwidth=720)
প্রতিবেশী দের সঙ্গে বিবাদের আশঙ্কা । তরুণদের কেরিয়ার নিয়ে ভালো খবর আসতে পারে। অংশিদারী ব্যবসা এড়িয়ে যাওয়া উচিত । সজ্জনদের সঙ্গে মেলামেশা করুন । হঠাৎ করে কোনও পুরনো সম্পত্তি পাওয়ার যোগ আছে । গুরুজনের ব্যবহারে মনে খুশি।
6/12
![অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন। মনোনিবেশ সহকারে কাজ করতে হবে। চাকরিতে পদন্নোতির আশা আছে । সম্পত্তি ক্রয় বিক্রয় না করাই ভাল ।সাধু সেবায় মনে শান্তি। মা-বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে । উচ্চ শিক্ষার যোগ ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/28/5edc1486523a554dd4c871312deaa57ab0b33.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন। মনোনিবেশ সহকারে কাজ করতে হবে। চাকরিতে পদন্নোতির আশা আছে । সম্পত্তি ক্রয় বিক্রয় না করাই ভাল ।সাধু সেবায় মনে শান্তি। মা-বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে । উচ্চ শিক্ষার যোগ ।
7/12
![আজ কারুর দ্বারা প্রতারিত হতে পারেন। তাই কুচক্রীদের সম্পর্কে সতর্ক থাকুন। হঠাৎ করে কোন উচ্চ আকাঙ্ক্ষায় সমস্যা তৈরি করতে পারে। বাকপটুতায় বিতর্কে জিততে পারেন । অফিসে সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করে অগ্রগতি । সংসারে মনোমালিন্যের সৃষ্টি । গুরুজনদের সঙ্গে কথাবার্তা বলুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/28/a9fb32435415a0eae3d3bd7c82801bf314769.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ কারুর দ্বারা প্রতারিত হতে পারেন। তাই কুচক্রীদের সম্পর্কে সতর্ক থাকুন। হঠাৎ করে কোন উচ্চ আকাঙ্ক্ষায় সমস্যা তৈরি করতে পারে। বাকপটুতায় বিতর্কে জিততে পারেন । অফিসে সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করে অগ্রগতি । সংসারে মনোমালিন্যের সৃষ্টি । গুরুজনদের সঙ্গে কথাবার্তা বলুন।
8/12
![আজ মনে ইতিবাচক চিন্তাভাবনাকে গুরুত্ব দিতে হবে। শত্রুদের আজ একটু সমঝে চলুন ।কর্মে অপ্রতাশিত লাভের সম্ভবানা । প্রেম সংক্রান্ত দিকে না এগোনোই ভালো । পেটের রোগ সম্পর্কে সতর্ক থাকুন। আজ কনিষ্ঠ কারুর সাফল্যে খুশি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/28/671d2c8b7acffd781058cc06a7fbab6081e83.png?impolicy=abp_cdn&imwidth=720)
আজ মনে ইতিবাচক চিন্তাভাবনাকে গুরুত্ব দিতে হবে। শত্রুদের আজ একটু সমঝে চলুন ।কর্মে অপ্রতাশিত লাভের সম্ভবানা । প্রেম সংক্রান্ত দিকে না এগোনোই ভালো । পেটের রোগ সম্পর্কে সতর্ক থাকুন। আজ কনিষ্ঠ কারুর সাফল্যে খুশি।
9/12
![আজ সৃষ্টিশীল কাজে মন দিন। ব্যবসা বৃদ্ধিতে আর্থিক লাভের সম্ভাবনা । চাকুরিজীবীরা কর্মের জায়গায় সচেতন থাকবেন । সন্তানের পড়াশোনা নিয়ে হতাশা । চোখের সমস্যায় ভোগান্তি । বাড়ির কোনও বিষয় বিয়ে চিন্তা। গুরুজনের সহায়তা নিন ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/28/0c1e54f23c35328b4f935b262579ab54c1f34.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ সৃষ্টিশীল কাজে মন দিন। ব্যবসা বৃদ্ধিতে আর্থিক লাভের সম্ভাবনা । চাকুরিজীবীরা কর্মের জায়গায় সচেতন থাকবেন । সন্তানের পড়াশোনা নিয়ে হতাশা । চোখের সমস্যায় ভোগান্তি । বাড়ির কোনও বিষয় বিয়ে চিন্তা। গুরুজনের সহায়তা নিন ।
10/12
![আজ যতটা সম্ভব যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করতে হবে। পাওনা আদায় নিয়ে বাধার মুখে পড়তে পারেন। দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা বাতিল হয়ে যেতে পারে । দাম্পত্য কলহ মিটতে পারে । জমি ও ঘরবাড়ি সহ সম্পত্তি ক্রয়, বিক্রয়ের ভালো দিন ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/28/110b01b0fb6b16c48a7c31802c71bf748f551.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ যতটা সম্ভব যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করতে হবে। পাওনা আদায় নিয়ে বাধার মুখে পড়তে পারেন। দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা বাতিল হয়ে যেতে পারে । দাম্পত্য কলহ মিটতে পারে । জমি ও ঘরবাড়ি সহ সম্পত্তি ক্রয়, বিক্রয়ের ভালো দিন ।
11/12
![সহকর্মীর প্ররোচননায় পা দেবেন না। এতে কর্মস্থলে সমস্যায় পড়তে পারেন । বিভিন্ন পথে আয় বৃদ্ধি হতে পারে । সন্তানের শরীর নিয়ে দুশ্চিন্তার অবসান হবে। পড়ুয়ারা উচ্চশিক্ষার ব্যাপারে মন দিন। তরুণদের কেরিয়ার নিয়ে আরও পরিশ্রম করতে হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/28/697edfe3ded151aa88708e114c5c3df2ef95f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সহকর্মীর প্ররোচননায় পা দেবেন না। এতে কর্মস্থলে সমস্যায় পড়তে পারেন । বিভিন্ন পথে আয় বৃদ্ধি হতে পারে । সন্তানের শরীর নিয়ে দুশ্চিন্তার অবসান হবে। পড়ুয়ারা উচ্চশিক্ষার ব্যাপারে মন দিন। তরুণদের কেরিয়ার নিয়ে আরও পরিশ্রম করতে হবে।
12/12
![পৈতৃক ব্যবসায় সাফল্য ও আর্থিক উন্নতি । হঠাৎ কোনও প্রাপ্তি যোগ। পুরানো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন । তেমন কোন শারীরিক সমস্যা হবে না। বাড়িতে পুজো অর্চনাতে যোগ দিন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/28/4cb8dfa17c9be015908d7e2473e6e208d97e5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পৈতৃক ব্যবসায় সাফল্য ও আর্থিক উন্নতি । হঠাৎ কোনও প্রাপ্তি যোগ। পুরানো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন । তেমন কোন শারীরিক সমস্যা হবে না। বাড়িতে পুজো অর্চনাতে যোগ দিন।
Published at : 28 Apr 2021 07:54 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)