এক্সপ্লোর
Shani 2024: শনির কৃপায় অর্থলাভ, বাড়বে সুখ ; ২০২৪-এ কাদের ভাল সময় ?
Astrology: শনি কর্ম ঘরের অধিপতি, তাই শনির শুভ প্রভাবে চাকরি ও ব্যবসায় উন্নতি হয়।

ফাইল ছবি
1/10

শনিকে কলিযুগের ন্যায়দাতা বলা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, কর্ম অনুযায়ী মানুষকে তার ফল দেয় শনিদেব। ২০২৪ সালে এই শনি কিছু রাশির জাতকদের লাভজনক ফল দেবে।
2/10

শনি কর্ম ঘরের অধিপতি, তাই শনির শুভ প্রভাবে চাকরি ও ব্যবসায় উন্নতি হয়।
3/10

নতুন বছরে শনি অনেক রাশির জন্য সদয় হতে চলেছে। ২৯ জুন-১৫ নভেম্বর শনি কুম্ভ রাশিতে বিপরীতমুখী অবস্থায় থাকবে। ১১ ফেব্রুয়ারি-১৮ মার্চ পর্যন্ত অস্ত যাবে। ফের উঠবে ১৮ মার্চ, ২০২৪-এ। এই অবস্থায় শনি অনেক রাশির জাতকদের বিশেষ সুবিধা দিতে চলেছে।
4/10

বৃষ- শনির অবস্থানের কারণে ২০২৪ সালে বিশেষ লাভবান হতে চলেছেন বৃষ রাশির জাতকরা। বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। যার জেরে আপনার জীবন বদলে যাবে। বাড়িতে ধন-সম্পত্তি আসবে। শনির কৃপায় আর্থিকভাবে লাভবান হবেন। সুখ-সুবিধাও পাবেন।
5/10

বৃষ- বৃষ রাশির জাতকরা তাদের কর্মজীবনে উন্নতির অনেক সুযোগ পাবেন। ব্যবসায় নতুন সুযোগ পাবেন। বিভিন্ন ক্ষেত্রে সাফল্য ও অগ্রগতি রয়েছে। শনি বৃষ রাশির জাতকদের আর্থিক স্থিতিশীলতা দেবে এবং তাদের সম্মান বৃদ্ধি করবে।
6/10

কর্কট- ২০২৪ সালে পরিণাম ভাল হবে। সব কাজে মিলবে সাফল্য। ব্যবসায়ীরা সব কাজ ভালভাবে করবেন। পরের বছর এই রাশির জাতকরা বিদেশ যাওয়ার সুযোগও পাবেন।
7/10

কর্কট- শনি ২০২৪ সালে কর্কট রাশির জাতকদের জন্য সম্পদ, উচ্চ পদ এবং প্রতিপত্তি নিয়ে আসবে। শনির উত্থানের সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতকদের জীবনে উন্নতি হবে। অর্থ সঞ্চয় করতে সফল হবেন। আপনি আপনার কর্মক্ষেত্রে ভাল পারফর্ম করবেন।
8/10

ধনু - এই রাশির জাতকরা ভাগ্যের পূর্ণ সহায়তা পেতে চলেছেন। আপনার সুখ এবং সমৃদ্ধি বাড়বে। ধনু রাশির জাতকরা ২০২৪ সালে তাঁদের কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন। কর্মজীবনে অগ্রগতি হবে।
9/10

ধনু - চাকরিতে ভাল পরিবর্তন দেখতে পাবেন। কেরিয়ারে প্রচুর উন্নতি রয়েছে। ব্যবসায়ীরা শনির কৃপায় লাভবান হবেন। অপ্রত্যাশিতভাবে টাকা অর্জন।
10/10

ডিসক্লেমার : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।
Published at : 19 Dec 2023 12:21 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিনোদনের
জেলার
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
