এক্সপ্লোর
Ferrari Purosangue: চার দরজা-চার সিটের এসইউভি মডেলে তাক লাগাচ্ছে ফেরারি'র নতুন সুপার-কার
Four Seat Super Car: শোনা গিয়েছে, ২০২৩ সালে অর্থাৎ আগামী বছর ভারতে লঞ্চ হবে Ferrari Purosangue গাড়ি।
ফেরারি সংস্থার প্রথম এসইউভি
1/10

প্রথমবারের জন্য এসইউভি গাড়ি লঞ্চ করতে চলেছে ফেরারি সংস্থা। ইতিমধ্যেই Ferrari Purosangue- এর ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে এই গাড়ি শুধু একটি এসইউভি নয় বরং এই প্রথম বিশ্বে লঞ্চ হতে চলেছে চার দরজার একটি সুপার-কার।
2/10

বিলাসবহুল বা luxury sports car নির্মাণের জন্য ইতালীয় সংস্থা ফেরারি বরাবরই জগৎবিখ্যাত। তাদের নতুন গাড়ি Ferrari Purosangue প্রথ, এসইউভি হওয়ার পাশাপাশি নিঃসন্দেহে একটি বিলাসবহুল স্পোর্টস কার যা তার পাওয়ার বা শক্তি এবং টেকনোলজি অর্থাৎ প্রযুক্তিগত ফিচারের জন্য সকলের নজর কেড়ে নেবে।
Published at : 14 Sep 2022 07:58 PM (IST)
আরও দেখুন






















