এক্সপ্লোর
Tata Punch EV: ইভির বাজার কাঁপাবে দারুণ রেঞ্জের টাটা পাঞ্চ, দাম শুরু ১১ লাখ থেকে
Tata Punch: বাজারে এসে গেল টাটা পাঞ্চের নতুন ইভি। ইলেকট্রিক ভেহিকলের দুনিয়ায় সাড়া ফেলবে এই মডেলের গাড়ি। কী কী ফিচার্স রয়েছে এই গাড়ির জানেন ? ১০.৯৯ লাখ টাকা থেকেই শুরু এর দাম। কিনবেন ?
ছবি- টাটা পাঞ্চ
1/9

বাজারে এসে গেল টাটা পাঞ্চের নতুন ইভি। ইলেকট্রিক ভেহিকলের দুনিয়ায় সাড়া ফেলবে এই মডেলের গাড়ি। নেক্সন ইভির পরেই টাটা এই মডেল নিয়ে জোর চর্চা শুরু হয়েছে গাড়িপ্রেমীদের মধ্যে। ইভির আর্কিটেকচারের দিক থেকেই টাটার এটাই প্রথম ইভি প্রোডাক্ট ধরা যায়। ছবি- নিজস্ব
2/9

টাটা পাঞ্চ ইভির দাম শুরু হচ্ছে ১০.৯৯ লক্ষ টাকা থেকে এবং টপ এন্ড এলআর ভার্সনের জন্য এর দাম পড়বে ১৪.৪ লক্ষ টাকা। ছবি- নিজস্ব
Published at : 18 Jan 2024 02:22 PM (IST)
আরও দেখুন






















