এক্সপ্লোর
Tata Punch EV: ইভিতে শিফট করবেন? টাটা পাঞ্চের ইভি আদপেই চোখ কাড়বে, ঘণ্টায় ১৪০ কিমি গতি উঠবে এই গাড়িতে
Tata Motors: টাটার নেক্সন ইভির পরে টাটা পাঞ্চ ইভি নিয়েই জোর চর্চা শুরু হয়েছে গাড়িপ্রেমীদের মধ্যে। ইভির আর্কিটেকচারের দিক থেকেই টাটার এটাই প্রথম ইভি প্রোডাক্ট ধরা যায়। ১০.৯৯ লাখ থেকে শুরু দাম।
ছবি- https://ev.tatamotors.com/ থেকে
1/8

পাঞ্চের পেট্রোল ভার্সনের সঙ্গে এই ইভি মডেলের ডিজাইনে কোনও মিলই নেই। ১৬ ইঞ্চির হুইল যুক্ত এই পাঞ্চ মডেল নেক্সন ইভির সমগোত্রীয় বলা চলে। সামনে লাইটবার আর বাম্পার এর ডিজাইনকে আলাদা করেছে। ছবি- নিজস্ব
2/8

ইন্টিরিয়রে কেবিন ডিজাইন রয়েছে এই মডেলে। আকারে ছোট হলেও এর ভিতরে স্পেস অনেকটাই। টু-স্পোক স্টিয়ারিং হুইল, ১০.২ ইঞ্চির টাচস্ক্রিন, দুর্দান্ত গ্রাফিক্স এর অন্যতম আকর্ষণ। ছবি- নিজস্ব
Published at : 29 Jan 2024 05:13 PM (IST)
আরও দেখুন





















