এক্সপ্লোর
Aadhaar Card: জন্ম তারিখের প্রামাণ্য নথি নয় আধার, কী নতুন নিয়ম ?
aadhaar card
1/8

EPFO New Rule: আধার কার্ড (Aadhaar Card) দিয়ে আর জন্মের তারিখ আপডেট করা যাবে না । সম্প্রতি এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে EPFO। বৈধ নথির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এই কার্ড। এই বিষয়ে Employees' Provident Fund Organization একটি সার্কুলারও প্রকাশ করেছে।
2/8

শ্রম মন্ত্রকের আওতায় থাকা ইপিএফও জানিয়েছে, আধার ব্যবহার করে জন্ম তারিখ পরিবর্তন করা যাবে না। EPFO 16 জানুয়ারি এই সার্কুলার জারি করেছে।
Published at : 20 Jan 2024 11:58 AM (IST)
আরও দেখুন






















