এক্সপ্লোর
Indian Railways: ট্রেনে লাগেজ বেশি হলেই আলাদা চার্জ, কোন কোচে কত ভাড়া জানেন ?
Indian Railways
1/9

আপনার অতিরিক্ত মালপত্রের কারণে সমস্যা হচ্ছে অন্যান্যদের। সব যাত্রীদের ট্রেন সফরে সুস্থ পরিষেবা দিতে তাই নতুন নিয়ম করল ভারতীয় রেল (Indian Railways)। জেনে নিন ট্যুইটে কী বলেছে রেল মন্ত্রক।
2/9

এবার থেকে রেল সফরে অতিরিক্ত মালপত্র করলেই বাড়তে পারে যাতায়াত ভাড়া। যাত্রীদের লাগেজ নিয়ে বার্তা দিয়েছে ভারতীয় রেল।
3/9

যেখানে বলা হয়েছে, অতিরিক্ত ব্যাগেজের ক্ষেত্রে পার্সেল অফিস থেকে লাগেজ বুক করতে হবে যাত্রীদের। ফলত, টিকিটের পাশাপাশি বেশি মালপত্র বহন করলে দিতে হবে আরও টাকা।
4/9

দেশে বেশি দূরত্বের ভ্রমণের জন্য রেলওয়ে সবসময়ই মানুষের বিশেষ পছন্দ। এর কারণ যাত্রীরা ফ্লাইটের থেকে ট্রেনে বেশি লাগেজ নিয়ে ভ্রমণ করতে পারেন।
5/9

নিয়ম অনুসারে, ট্রেনে ভ্রমণের সময় লাগেজ বহন করার একটি সীমা আছে, তা সত্ত্বেও অনেক যাত্রী ট্রেনে খুব বেশি লাগেজ নিয়ে যাতায়াত করেন, যা অন্যান্য যাত্রীদের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়।
6/9

রেলের নিয়ম অনুযায়ী, যাত্রীরা ট্রেনে ভ্রমণের সময় মাত্র 40 থেকে 70 কেজি লাগেজ বহন করতে পারেন।
7/9

যদি কেউ এর থেকে বেশি লাগেজ ভ্রমণ করেন, তাহলে তাঁকে আলাদা ভাড়া দিতে হবে। রেলের কোচ অনুযায়ী যাত্রীদের লাগেজ নেওয়ার আলাদা নিয়ম রয়েছে।
8/9

রেলওয়ের মতে, স্লিপার ক্লাসে যাত্রীরা 40 কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারেন। পাশাপাশি এসি-টিয়ার পর্যন্ত 50 কেজি লাগেজ বহন করার ছাড় রয়েছে।
9/9

যেখানে প্রথম শ্রেণির এসিতে যাত্রীরা 70 কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারবেন।
Published at : 02 Jun 2022 12:39 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
ট্রেন্ডিং
