এক্সপ্লোর
7th Pay Commission: খুব শীঘ্রই সুখবর পেতে পারেন কেন্দ্রীয় কর্মীরা, ১৮ মাসের বকেয়া সহ ডিএ দিতে পারে সরকার
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/10/fffaa30d92ec6bcedb055c210fcfca34_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
7th Pay Commission
1/8
![খুব শীঘ্রই কেন্দ্রীয় কর্মচারীরা পেতে পারেন সুখবর। আগামী মার্চ মাসের শেষের দিকেই মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/10/9487a3c48a2f3d23003511f3a103478ee726f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
খুব শীঘ্রই কেন্দ্রীয় কর্মচারীরা পেতে পারেন সুখবর। আগামী মার্চ মাসের শেষের দিকেই মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
2/8
![গত বছরের ডিসেম্বর পর্যন্ত সিপিআইআইডব্লু-র পরিসংখ্যান ১২৫ হলে মহার্ঘ ভাতা তিন শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এখনও পর্যন্ত মহার্ঘ ভাতার পরিমাম ৩১ শতাংশ। তা বেড়ে ৩৪ শতাংশ হতে পারে। আর মহার্ঘ ভাতা বেড়ে ৩৪ শতাংশ হলে বেতনে ২০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/10/3d22c87f4a614674b0839234d318afd8c0a8a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গত বছরের ডিসেম্বর পর্যন্ত সিপিআইআইডব্লু-র পরিসংখ্যান ১২৫ হলে মহার্ঘ ভাতা তিন শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এখনও পর্যন্ত মহার্ঘ ভাতার পরিমাম ৩১ শতাংশ। তা বেড়ে ৩৪ শতাংশ হতে পারে। আর মহার্ঘ ভাতা বেড়ে ৩৪ শতাংশ হলে বেতনে ২০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে।
3/8
![সপ্তম বেতন কমিশন অনুসারে, সরকারি কর্মীদের ডিএ-র হিসেবে মূল বেতনের ভিত্তিতে করা হয়। অক্টোবরে ৩ শতাংশ ও জুলাইয়ে ১১ শতাংশ বৃদ্ধির পর বর্তমান ডিএ-র হার ৩১ শতাংশ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/10/e4ce9888faa99d4595a808181c295cd51238d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সপ্তম বেতন কমিশন অনুসারে, সরকারি কর্মীদের ডিএ-র হিসেবে মূল বেতনের ভিত্তিতে করা হয়। অক্টোবরে ৩ শতাংশ ও জুলাইয়ে ১১ শতাংশ বৃদ্ধির পর বর্তমান ডিএ-র হার ৩১ শতাংশ।
4/8
![এআইসিপিআইয়ের পরিসংখ্যান অনুসারে, ডিসেম্বর ২০২১ পর্যন্ত ডিএ ৩৪.০৪ শতাংশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। ডিএ ৩ শতাংশ বৃদ্ধির পর ১৮ হাজার টাকার মূল বেতনের ডিএ প্রতি বছর ৭৩,৪৪০ টাকা হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/10/de51061a253373ae752b39b7aa474984807c1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এআইসিপিআইয়ের পরিসংখ্যান অনুসারে, ডিসেম্বর ২০২১ পর্যন্ত ডিএ ৩৪.০৪ শতাংশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। ডিএ ৩ শতাংশ বৃদ্ধির পর ১৮ হাজার টাকার মূল বেতনের ডিএ প্রতি বছর ৭৩,৪৪০ টাকা হবে।
5/8
![২০২১-র ডিসেম্বরের এআইসিপিআই-আইডব্লু-র পরিসংখ্যান জারি হয়েছে। এতে ০.৩ শতাংশ কমে ১২৫.৪ পয়েন্টে এসেছে এবং সূচকাঙ্ক এক পয়েন্চ করে ৩৬১-তে পৌঁছেছে। এর অর্থ, ডিএ-র জন্য ১২ মাসের সূচকাঙ্কর গড় ৩৫১.৩৩ শতাংশ হয়েছে,অর্থাৎ সূচকাঙ্কের ওপর ৩৪.০৪ শতাংশ ডিএ হবে। কিন্তু ডিএ পূর্ণ সংখ্যায় দেওয়া হয়। এজন্য ২০২২-এ মোট ৩৪ শতাংশ হয়। এরফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি নিশ্চিত বলে মনে করা হচ্ছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/10/9649c1c868e3a162f71ff09bed5aee47d9e32.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০২১-র ডিসেম্বরের এআইসিপিআই-আইডব্লু-র পরিসংখ্যান জারি হয়েছে। এতে ০.৩ শতাংশ কমে ১২৫.৪ পয়েন্টে এসেছে এবং সূচকাঙ্ক এক পয়েন্চ করে ৩৬১-তে পৌঁছেছে। এর অর্থ, ডিএ-র জন্য ১২ মাসের সূচকাঙ্কর গড় ৩৫১.৩৩ শতাংশ হয়েছে,অর্থাৎ সূচকাঙ্কের ওপর ৩৪.০৪ শতাংশ ডিএ হবে। কিন্তু ডিএ পূর্ণ সংখ্যায় দেওয়া হয়। এজন্য ২০২২-এ মোট ৩৪ শতাংশ হয়। এরফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি নিশ্চিত বলে মনে করা হচ্ছে।
6/8
![কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার হোলির আগেই এ ব্যাপারে ঘোষণা করতে পারে। যদি কর্মীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়ে তবে এর মোট পরিমাণ ৩১ শতাংশ থেকে বেড়ে হবে ৩৪ শতাংশ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/10/d32d053a28a6fbfea017285b36bd4a1039537.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার হোলির আগেই এ ব্যাপারে ঘোষণা করতে পারে। যদি কর্মীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়ে তবে এর মোট পরিমাণ ৩১ শতাংশ থেকে বেড়ে হবে ৩৪ শতাংশ।
7/8
![মহার্ঘ ভাতা বাড়লে ৪৮ লক্ষ কর্মী ও ৬৮ লক্ষ পেনশনপ্রাপক উপকৃত হবেন। প্রথমে মনে করা হচ্ছিল যে, এ বারের বাজেটে এ ব্যাপারে ঘোষণা করা হতে পারে। কিন্তু এমনটা হয়নি। এখন মনে করা হচ্ছে, আগামী নির্বাচনগুলির আগে সরকার এ ব্যাপারে ঘোষণা করতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/10/4b63899a533e057d6cb08ee3af1c911528f77.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মহার্ঘ ভাতা বাড়লে ৪৮ লক্ষ কর্মী ও ৬৮ লক্ষ পেনশনপ্রাপক উপকৃত হবেন। প্রথমে মনে করা হচ্ছিল যে, এ বারের বাজেটে এ ব্যাপারে ঘোষণা করা হতে পারে। কিন্তু এমনটা হয়নি। এখন মনে করা হচ্ছে, আগামী নির্বাচনগুলির আগে সরকার এ ব্যাপারে ঘোষণা করতে পারে।
8/8
![ডিএ ৩৩ শতাংশ হলে এবং মূল বেতন ১৮ হাজার টাকা হলে, কর্মীদের ডিএ ৫৯৪০ টাকা বাড়বে এবং টিএ-এইচআরএ যোগ করলে বেতন ৩১,১৩৬ টাকা হবে। ডিএ ৩৪ শতাংশ হলে ১৮ হাজার টাকার মূল বেতন থাকলে ডিএ বছরে ৬,৪৮০ টাকা ও ৫৬ হাজার টাকার মূল বেতন হলে বছরে ২০,৪৮৪ টাকা বাড়বে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/10/4f03387422b9e461c12ce9df91beabb501081.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ডিএ ৩৩ শতাংশ হলে এবং মূল বেতন ১৮ হাজার টাকা হলে, কর্মীদের ডিএ ৫৯৪০ টাকা বাড়বে এবং টিএ-এইচআরএ যোগ করলে বেতন ৩১,১৩৬ টাকা হবে। ডিএ ৩৪ শতাংশ হলে ১৮ হাজার টাকার মূল বেতন থাকলে ডিএ বছরে ৬,৪৮০ টাকা ও ৫৬ হাজার টাকার মূল বেতন হলে বছরে ২০,৪৮৪ টাকা বাড়বে।
Published at : 10 Feb 2022 09:37 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
বাজেট
বাজেট
বাজেট
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)