এক্সপ্লোর
Anant Radhika Wedding: অনন্ত-রাধিকার বিয়েতে খরচ ৫ হাজার কোটি টাকা, বলছে রিপোর্ট
Anant Radhika Wedding: রিপোর্ট বলছে, এই পুরো বিয়ের আনুমানিক খরচ 4,000-5,000 কোটি টাকার মধ্যে ($0.6 বিলিয়ন), যা অম্বানি পরিবারের মোট সম্পদের মাত্র 0.5 শতাংশ। অন্তত ফোর্বস বলছে এই কথা।
অনন্ত রাধিকার বিয়েতে কত খরচ ?
1/6

ধনকুবের মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্ত ও ফার্মা টাইকুন বীরেন ও শায়লা মার্চেন্টের কন্যা রাধিকার বিয়ে ঘিরে সেজে উঠেছে মুম্বই। মাসব্যাপী গ্ল্যামার ও তারকাখচিত বিয়ে সত্যিই একটি ব্যয়বহুল বিষয়। মিডিয়া রিপোর্ট বলছে, অম্বানি পরিবারের বিয়েতে খরচ হয়েছে 5,000 কোটি টাকা। তবে এটি অম্বানি পরিবারের মোট সম্পদের মাত্র ০.০৫ শতাংশ।
2/6

ইতিমধ্যেই বিয়ের আগে রিলায়েন্সের কর্মীরা উপহার পেয়েছেন। তাদের অনেকেই সোনার অক্ষরে লাল বাক্সে আসা উপহারের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। বাক্সে লেখা ছিল: “আমাদের দেবী ও দেবতাদের ঐশ্বরিক কৃপায় আমরা অনন্ত ও রাধিকার বিবাহ উদযাপন করব। শুভকামনা সহ নীতা ও মুকেশ অম্বানি।"
Published at : 12 Jul 2024 07:57 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি






















