এক্সপ্লোর
Bank EMI Rule Change: অগাস্টে বদলাচ্ছে ব্যাঙ্কের একাধিক নিয়ম, বেতন-পেনশনে নয়া সিদ্ধান্ত
শক্তিকান্ত দাস ঘোষণা করেন যে গ্রাহকদের সুবিধাকে আরও বৃদ্ধি করা হবে
1/10

বেতনের জন্য হয় মাসের শেষ দিন কিংবা মাসের শুরুতে হাপিত্যেশ করে অপেক্ষা করতে হয় আপনাকে। এবার যদি সেই বেতনের দিন হয় রবিবার তাহলে অপেক্ষা করতে হয় সোমবার পর্যন্ত। শুধু বেতন নয়, পেনশনভোগীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হয়ে আসছিল। এবার এই নিয়মেই বদল আসছে।
2/10

বেতন, পেনশন এবং EMI-দেওয়ার মতো গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং লেনদেনগুলি নিয়ম বদলে যাচ্ছে অগাস্টের প্রথম দিন থেকেই।
Published at : 25 Jul 2021 02:06 PM (IST)
আরও দেখুন






















