BMW M 1000 RR এর দাম ৪২ লক্ষ টাকা থেকে শুরু। যার টপ ভ্যারিয়েন্টের দাম ৪৫ লক্ষ টাকা। এই বাইকে রয়েছে একটি ৯৯৯ সিসি, ৪ সিলিন্ডার, ৪ স্ট্রোক ইঞ্জিন। যা ১৩,০০০ rpm-এ ২০৫ hp পাওয়ার ও ১১,০০০ rpm টর্কে ৮৩ lbs-ft উৎপন্ন করে৷
2/5
Harley-Davidson Road Glide Special এর দাম ৩৪.৯৯ লক্ষ টাকা। এতে রয়েছে ১৮৬৮ CC, Milwaukee-Eight™ ১১৪ ইঞ্জিন। ৬ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনে চলে এই বাইক। এর ওজন ৩৮৭ কেজি। এর পাল্প ট্যাঙ্ক ২২.৭ লিটার।
3/5
Honda Goldwing Tour এর দাম ৩৭.২০ লক্ষ টাকা থেকে শুরু।টপ ভ্যারিয়েন্টের দাম ৩৯.১৬ লক্ষ টাকা। এতে ১৮৩৩cc-র একটি ইঞ্জিন রয়েছে। যা ১২৬hp শক্তি ও ১৭০Nm টর্ক জেনারেট করে। এটি একটি ইলেকট্রনিক্যালি অ্যাডজাস্টেড উইন্ডস্ক্রিন। ক্রুজ কন্ট্রোল ৭.০ ইঞ্চি টিএফটি ডিসপ্লে ও অ্যাপল কারপ্লে রয়েছে বাইকে।
4/5
Indian Roadmaster রোডমাস্টারের দাম ৪৩.২১ লক্ষ টাকা থেকে শুরু। এর টপ ভ্যারিয়েন্টের দাম ৪৩.৯৬ লক্ষ টাকা৷ এতে ১৮১১ cc-র একটি ইঞ্জিন রয়েছে। যা ১০০ bhp শক্তি ও ১৩৮.৯ Nm টর্ক জেনারেট করে। এই বাইকে রয়েছে ৬ স্পিড ট্রান্সমিশন। এর ফুয়েল ট্যাঙ্ক ২০.৮ লিটার।
5/5
Kawasaki Ninja H2R র দাম ৭৯.৯০ লক্ষ টাকা। এটি একটি লিকুইড-কুলড, ৪স্ট্রোক ইন-লাইন ফোর ইঞ্জিন। যাতে ৯৯৮ সিসি সুপারচার্জার মেকানিজম রয়েছে। যা ২২৮.০ কিলোওয়াট থেকে ২৪০.০ কিলোওয়াট ও ১৬৫ Nm টর্কের শক্তি উৎপন্ন করতে পারে৷