Bikes Under 1 Lakh: ভারতে লাখ টাকার নিচে দুর্দান্ত বাইক, দেখে নিন ছবি
By : abp ananda | Updated at : 22 Dec 2021 07:32 PM (IST)
Bajaj_Pulsar_150
1/4
Bikes Under 1 Lakh: Bajaj Pulsar 150 বাইকে রয়েছে 149.5 cc ইঞ্জিন। যা 14 Bhp ও 13 Nm টর্ক উৎপন্ন করে৷ এটি একটি 5-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স-সহ পাওয়া যায়। এর তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে - নিয়ন, স্ট্যান্ডার্ড ও টুইন ডিস্ক। এর দাম 98,291 টাকা থেকে শুরু হয় ও টপ মডেলের দাম 107,366 টাকা। এই দাম দিল্লির এক্স শোরুমের মূল্য।
2/4
TVS Raider-এ রয়েছে 124.8 cc ইঞ্জিন। যা 11 Bhp @ 7,500 rpm শক্তি ও 11 Nm @ 6,000 rpm পিক টর্ক জেনারেট করে। এতে রয়েছে পাঁচ স্পিড গিয়ারবক্স। এই বাইক 67 kmpl মাইলেজ দেয়। TVS Raider-এর দাম Rs.77,500 (এক্স-শোরুম, দিল্লি)।
3/4
Hero Glamour: হিরো গ্ল্যামারের ইঞ্জিন 124.7 cc-র। এই বাইক 55 kmpl মাইলেজ দেয়। এতে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক 10 লিটারের। এর দাম 75,900 টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।
4/4
Honda Unicorn এর ইঞ্জিন 162.7 CC-র। এতে পাবেন পাঁচ স্পিড গিয়ার। হোন্ডার এই বাইক 13 Bhp ও 14 Nm পিক টর্ক জেনারেট করে। বাইকে টিউবলেস টায়ার ও ইঞ্জিন স্টপ সুইচ দেওয়া হয়েছে। এতে ABS-সহ ফ্রন্ট ডিস্ক ব্রেকও রয়েছে। Unicorn এর দাম 98,931 টাকা (এক্স-শোরুম দিল্লি)।