বাজেটের মধ্যেও পেতে পারেন এই ইলেকট্রিক গাড়িগুলি, পেট্রোল-ডিজেলের দিকে এখনও যাবেন!
By : ABP Ananda | Updated at : 30 Oct 2023 01:48 PM (IST)
Electric Cars
1/6
পেট্রোল-ডিজেলের আগুন দামে হাত পুড়ছে। সঙ্গে রয়েছে দূষণের আশঙ্কা। এই পরিস্থিতিতে আপনি যদি গাড়ি কেনার পরিকল্পনা করেন, তবে বাজেটেও পাবেন কিছু বৈদ্যুতিক গাড়ি। দেখে নিন, কোন কোম্পানির সাশ্রয়ী ইলেকট্রিক গাড়ি রয়েছে ভারতে।
2/6
এই তালিকায় প্রথম বৈদ্যুতিক গাড়ি হল Tata Tiago, যার প্রারম্ভিক মূল্য 5.69 লক্ষ টাকা এক্স-শোরুম। এটি একটি হ্যাচব্যাক এবং কোম্পানি এর জন্য 310 কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ দাবি করে।
3/6
এমজির কমেট এই তালিকায় রয়েছে দ্বিতীয় স্থানে। কোম্পানির মতে, এই ছোট ইলেকট্রিক হ্যাচব্যাকটি 130 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। এটি কিনতে, আপনাকে প্রারম্ভিক মূল্য দিতে হবে 7.98 লক্ষ টাকা এক্স-শোরুম।
4/6
এই লিস্টে তৃতীয় নাম টাটার বৈদ্যুতিক সেডান টাটা টিগর, যার ড্রাইভিং রেঞ্জ 315 কিলোমিটার পর্যন্ত দাবি করে কোম্পানি। এই গাড়ি কিনতে আপনাকে 12.49 লক্ষ টাকা প্রাথমিক মূল্য খরচ করতে হবে।
5/6
পরের গাড়িটি হল Tata-এর জনপ্রিয় SUV Tata Nexon, যার বৈদ্যুতিক ভেরিয়েন্ট দেশের বাজারে বেশ ভাল চলছে। এর প্রারম্ভিক মূল্য 14.49 লক্ষ টাকা। গাড়ির ড্রাইভিং রেঞ্জ 437 কিলোমিটার।
6/6
এই তালিকার পঞ্চম নামটি হল Mahindra XUV400 Electric, যার প্রারম্ভিক মূল্য Rs 15.99 লক্ষ এক্স-শোরুম। এই গাড়ির ড্রাইভিং রেঞ্জ 356 কিলোমিটার পর্যন্ত। অন্তত সেই দাবি করে কোম্পানি।