এক্সপ্লোর
Union Budget 2023: ২ বার বদলে গিয়েছিল বাজেট পেশের নিয়ম, রইল নানা অজানা তথ্য
Budget 2023 Facts: ১ ফেব্রুয়ারি সংসদে পেশ ২০২৩-২৪-এর সাধারণ বাজেট। সকাল ১১টা থেকে বাজেট পেশ শুরু করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
নিজস্ব চিত্র
1/10

১ ফেব্রুয়ারি ভারতের সাধারণ বাজেট পেশ। প্রতিবছরের মতোই এবারও বাজেট নিয়ে সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। আয়কর থেকে মূল্যবৃদ্ধি- এগুলির দিকেই নজর রয়েছে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী মহলের। ১ ফেব্রুয়ারি সংসদে পেশ করা হবে ২০২৩-২৪-এর সাধারণ বাজেট। সকাল ১১টা থেকে বাজেট পেশ শুরু করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে এই বাজেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য একবার দেখে নেওয়া যাক।
2/10

সাধারণত সংসদের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভাতে বাজেট পেশ করা হয়। বাজেট (Budget)- কথাটি এসেছে ফরাসি শব্দ 'bougette' থেকে, যার অর্থ ছোট ব্যাগ। সাধারণ বাজেট মূলত ২টি ভাগে হয়। একটি Annual Financial Statement এবং অন্যটি Demand for Grants
Published at : 01 Feb 2023 10:28 AM (IST)
আরও দেখুন






















