7 Seater SUV: ৩০ রকমের লাইটিং, সঙ্গে 3D সাউন্ড সিস্টেম - দেখে নিন এই লাক্সারি SUV
By : abp ananda | Updated at : 13 Jan 2022 11:02 PM (IST)
Audi_Q7_SUV
1/8
লঞ্চের আগেই গাড়ির স্পেসিফিকেশন সবার সামনে তুলে ধরেছে কোম্পানি। ৫ লক্ষ টাকা দিলেই বুক করা যাবে এই গাড়ি।
2/8
নতুন গাড়িতে থাকছে শক্তিশালী 3.0L V6 TFSI পেট্র্ল ইঞ্জিন। জার্মান অটেটোমেকার জানিয়েছে , এই ইঞ্জিন 340 hp, 500 Nm তৈরি করবে। অডি ড্রাইভ সিলেক্ট, কোয়াত্রো অল-হুইল ড্রাইভ ও অ্যাডাপটিভ এয়ার সাসপেনশন রয়েছে গাড়িতে।
3/8
প্রযুক্তির দিকে যদি দেখেন এতে রয়েছে ম্যাট্রিক্স এলইডি হেডল্যাম্পস।এ ছাড়াও পাবেন লেন ডিপার্চার সতর্কতা, 360 ডিগ্রি ক্যামেরা সহ পার্ক অ্যাসিস্ট প্লাস ইত্যাদি। একটি বিলাসবহুল SUV ছাড়াও অডির মতো গাড়িতে পাবেন ভার্চুয়াল ককপিট, B&O প্রিমিয়াম 3D সাউন্ড সিস্টেম, 4-জোন এয়ার কন্ডিশনার,৩০ রঙের সাথে কনট্যুর অ্যাম্বিয়েন্ট লাইটিং
4/8
ভারতে গাড়ির বিক্রয় বৃদ্ধি পেয়েছ। মোট বিক্রয় 3,293 খুচরা ইউনিট- এর জন্য বিক্রয়ের 101% বৃদ্ধি হয়েছে 2021 সালে। নতুন Q7 ভারতে অ্যাসেম্বল হবে।
5/8
Q7 কে Q5 এর উপরে রাখবে কোম্পানি। Q8 এর নিচে এটি একটি ফ্ল্যাগশিপ প্রিমিয়াম SUV।
6/8
কোম্পানির দাবি, 0 থেকে 100 গতিতে পৌঁছতে সময় লাগবে মাত্র 5.9 সেকেন্ড। এর রাইডকে আরামদায়ক করতে এতে অল হুইল ড্রাইভ এবং অ্যাডাপটিভ এয়ার সাসপেনশন দেওয়া হয়েছে।
7/8
ভারতে পেট্রোল ইঞ্জিনের সাথে লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে। এর ইন্টেরিয়র ডিজাইন সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে, আমরা যদি বাহ্যিক নকশার কথা বলি, তবে এতে সমস্ত নতুন হেডল্যাম্প এবং টেলল্যাম্প পাওয়া যাচ্ছে।
8/8
নতুন Q5-এর দারুণ সাড়া পাওয়ার পর এবার ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে New Audi Q7। দুর্দান্ত পাওয়ারের সঙ্গে বিলাসবহুল এই গাড়িতে থাকছে সাম্প্রতিক পিমিয়াম ফিচার।