এক্সপ্লোর
স্ট্যান্ডার্ড মডেলেই এই কোম্পানি দিচ্ছে ৬টি এয়ারব্যাগ, আর কোন গাড়িতে এই সুরক্ষা ?
kia_carens
1/9

Cars with 6 airbags: বদলে গিয়েছে দেশের গাড়ি বাজার। ক্রেতাদের সুরক্ষায় এখন স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টেও ৬টি এয়ারব্যাগ দিচ্ছে কিছু গাড়ি। ফলে আগামী দিনেও সব গাড়িতে এই ধরনের যাত্রী সুরক্ষা চাইছে ক্রেতা। দেখে নেওয়া যাক, ভারতের গাড়ি বাজারে কোন-কোন কোম্পানি দিচ্ছে ৬টি এয়ারব্যাগের সুরক্ষা।
2/9

Honda City নতুন প্রজন্মের Honda City তার টপ-এন্ড মডেলে ৬টি এয়ারব্যাগ অফার করে। ১৫ লাখের নিচে পেয়ে যাবেন এই গাড়ি। সিটি ভিএক্স মডেলে পাওয়া যায় ৬টি এয়ারব্যাগের অপশন। নতুন Honda City ডিজেল ও পেট্রল ইঞ্জিন উভয় বিকল্প অফার করে। তবে পেট্রোল ইঞ্জিন একটি CVT স্বয়ংক্রিয় গিয়ারবক্সের অপশন দেয়।
Published at : 27 Jan 2022 01:34 AM (IST)
আরও দেখুন






















