এক্সপ্লোর
Rice Price: রেলস্টেশনে জলের দরে বিকোবে আটা-চাল, কীভাবে পাবেন আপনি?
Central Subsidised Rice-Daal: মোবাইল ভ্যানের মাধ্যমে প্রতিটি রেলস্টেশনে এসব পণ্য বিক্রির সিদ্ধান্ত

মোবাইল ভ্যানের মাধ্যমে প্রতিটি রেলস্টেশনে এসব পণ্য বিক্রির সিদ্ধান্ত
1/6

খাদ্যশস্য, ডাল, মোটা দানার শস্য এবং মিলেটের ন্যূনতম সহায়ক মূল্য বেঁধে দিয়েছে ভারত সরকার। এর সুবিধা কৃষকদের কাছে পৌঁছে দিতে দেশ জুড়ে চালু করা হয়েছে ক্রয় কর্মসূচি।
2/6

‘ভারত’ ব্র্যান্ডের গমের আটা এবং ভারত চাল এবার বাজার মূল্যের থেকে কম দামে বিক্রি করছে কেন্দ্র সরকার।
3/6

মোবাইল ভ্যানের মাধ্যমে প্রতিটি রেলস্টেশনে গমের আটা প্রতি কেজি ২৭.৫০ টাকা দরে বিকোবে।
4/6

সমবায় সমিতি NAFED, NCCF এবং কেন্দ্রীয় ভান্ডারের মাধ্যমে সারা দেশে ৮০০টি মোবাইল ভ্যান এবং ২০০০টিরও বেশি দোকানের মাধ্যমে এই 'ভারত আটা' বিক্রি করা হবে বলে জানান হয়েছে।
5/6

বর্তমানে বাজারে আটার দাম ৩০ থেকে ৩২ টাকা প্রতি কেজিতে বিক্রি হয়। ব্র্যান্ডেড আটার দাম ৪০ থেকে ৪২ টাকা প্রতি কেজি।
6/6

বর্তমান বাজারদর থেকে অনেকটাই কমে চাল ও আটা বিক্রি করবে কেন্দ্র। ভর্তুকিযুক্ত এই পণ্যে পাওয়া যাবে দেশের একাধিক স্থানে। চাল ও আটার পাশাপাশি ডাল ও পেঁয়াজও কম দামে বিক্রি করছে কেন্দ্র।
Published at : 08 Apr 2024 06:51 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
