এক্সপ্লোর
Credit Card Tips: উৎসবের কেনাকাটায় আরও বেশি ছাড়, আয়ের প্রমাণ ছাড়াই পাবেন ক্রেডিট কার্ড
Credit Card
1/9

Credit Card Tips: উৎসবের মরসুমে বিপুল ছাড়ে (Discount) কিনতে পারবেন মনের নতো জিনিস। সব থেকে বড় বিষয়, আয়ের প্রমাণ (Income Proof) ছাড়াই পেয়ে যাবেন ক্রেডিট কার্ড। জেনে নিন, কীভাবে ইনকাম প্রুফ ছাড়াই আপনিও পেতে পারেন ক্রেডিট কার্ড (Credit Card)।
2/9

দেশে আজকাল ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। উৎসবের আগে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলি এই কার্ডগুলিতে গ্রাহকদের অনেক ধরনের সুবিধ দিচ্ছে। আপনার কাছে আয়ের প্রমাণপত্র থাকলেই এই ধরনের ক্রেডিট কার্ড ব্যাঙ্ক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সহজেই পেতে পারেন। তবে আয়ের প্রমাণ ছাড়াও ক্রেডিট কার্ড পাওয়া যায়।
Published at : 02 Oct 2023 03:17 PM (IST)
আরও দেখুন






















