এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Digital fraud: প্রতারকরা পেতেছে নতুন ফাঁদ, যেকোনও কোম্পানির কর্মী হলে আসছে বিপদ !
Cyber Fraud
1/9
![দেশবাসীকে ঠকাতে এবার নতুন কৌশল অবলম্বন করেছে প্রতারকরা। খোদ আপনার কোম্পানির বসের নাম দিয়ে আসছে বার্তা। একবার ফাঁদে পা দিলেই অ্যাকাউন্ট ফাঁকা।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
দেশবাসীকে ঠকাতে এবার নতুন কৌশল অবলম্বন করেছে প্রতারকরা। খোদ আপনার কোম্পানির বসের নাম দিয়ে আসছে বার্তা। একবার ফাঁদে পা দিলেই অ্যাকাউন্ট ফাঁকা।
2/9
![গ্রাহকদের বোকা বানাতে আজকাল আরও আগ্রাসী হয়ে উঠেছে হ্যাকাররা। মানুষকে বোকা বানাতে জন্য এমন সব পদ্ধতি আনা হচ্ছে, যাতে বিশ্বাস করতে পারেন আপনিও। সময়ের সঙ্গে সঙ্গে প্রতারকরা এখন পুরোনো পথ ছেড়ে নতুন কৌশল নিয়েছে। এখন থেকে আপনি যদি কোনও কোম্পানিতে কাজ করেন, তবে সতর্কতা অবলম্বন করতে হবে।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
গ্রাহকদের বোকা বানাতে আজকাল আরও আগ্রাসী হয়ে উঠেছে হ্যাকাররা। মানুষকে বোকা বানাতে জন্য এমন সব পদ্ধতি আনা হচ্ছে, যাতে বিশ্বাস করতে পারেন আপনিও। সময়ের সঙ্গে সঙ্গে প্রতারকরা এখন পুরোনো পথ ছেড়ে নতুন কৌশল নিয়েছে। এখন থেকে আপনি যদি কোনও কোম্পানিতে কাজ করেন, তবে সতর্কতা অবলম্বন করতে হবে।
3/9
![সম্প্রতি প্রতারকদের এই কৌশল নিয়ে টুইটারে একটি পোস্ট শেয়ার করেছেন এক ব্যবহারকারী। যেখানে বলা হয়েছে, স্ক্যামার কোম্পানির সিইও হওয়ার ভান করে সেই ব্যক্তিকে প্রতারণা করার কথা ভেবেছিল। তারপর কী হয়েছিল জেনে নিন।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
সম্প্রতি প্রতারকদের এই কৌশল নিয়ে টুইটারে একটি পোস্ট শেয়ার করেছেন এক ব্যবহারকারী। যেখানে বলা হয়েছে, স্ক্যামার কোম্পানির সিইও হওয়ার ভান করে সেই ব্যক্তিকে প্রতারণা করার কথা ভেবেছিল। তারপর কী হয়েছিল জেনে নিন।
4/9
![শিখর সাক্সেনা নামে একজন ব্যবহারকারী টুইটারে পোস্টে জানিয়েছেন, সম্প্রতি তিনি একটি অজানা নম্বর থেকে বার্তা পান। সেই ব্যক্তি নিজেকে মিশোর সিইও হিসাবে বর্ণনা করেন। নম্বরের প্রোফাইল পিকচারটিতেও দেখা যায় খোদ মিশোর সিইওর ছবি। আসলে যে ব্যক্তি ওই ঠগবাজদের ফাঁদের শিকার হননি সেই শিখর সাক্সেনাও মিশোর একজন কর্মী।সেই সুযোগ নিয়ে প্রতারক তার কাছ থেকে টাকা লুঠ করার কথা ভেবেছিল।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
শিখর সাক্সেনা নামে একজন ব্যবহারকারী টুইটারে পোস্টে জানিয়েছেন, সম্প্রতি তিনি একটি অজানা নম্বর থেকে বার্তা পান। সেই ব্যক্তি নিজেকে মিশোর সিইও হিসাবে বর্ণনা করেন। নম্বরের প্রোফাইল পিকচারটিতেও দেখা যায় খোদ মিশোর সিইওর ছবি। আসলে যে ব্যক্তি ওই ঠগবাজদের ফাঁদের শিকার হননি সেই শিখর সাক্সেনাও মিশোর একজন কর্মী।সেই সুযোগ নিয়ে প্রতারক তার কাছ থেকে টাকা লুঠ করার কথা ভেবেছিল।
5/9
![স্ক্যামার শিখর সাক্সেনাকে বলেছিল, তিনি মিশোর সিইও, একজন ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ে ব্যস্ত রয়েছেন। শিখর কি তাঁর স্ত্রীর ক্লায়েন্টের জন্য একটি উপহার বুক করতে পারেন? শিখর এই বার্তাটি দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিলেন যে এটি এক ধরনের স্ক্যাম মেসেজ। তিনি তাৎক্ষণিকভাবে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি পোস্ট করেন ও স্ক্যামারকে ব্লক করে দেন।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
স্ক্যামার শিখর সাক্সেনাকে বলেছিল, তিনি মিশোর সিইও, একজন ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ে ব্যস্ত রয়েছেন। শিখর কি তাঁর স্ত্রীর ক্লায়েন্টের জন্য একটি উপহার বুক করতে পারেন? শিখর এই বার্তাটি দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিলেন যে এটি এক ধরনের স্ক্যাম মেসেজ। তিনি তাৎক্ষণিকভাবে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি পোস্ট করেন ও স্ক্যামারকে ব্লক করে দেন।
6/9
![তবে এটি প্রথম ঘটনা নয়, যেখানে একজন স্ক্যামার নিজেকে একটি কোম্পানির সিইও হিসেবে বর্ণনা করেছেন।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
তবে এটি প্রথম ঘটনা নয়, যেখানে একজন স্ক্যামার নিজেকে একটি কোম্পানির সিইও হিসেবে বর্ণনা করেছেন।
7/9
![এর আগেও একজন প্রতারক স্ন্যাপডিলের সিইও হিসাবে পরিচয় দিয়ে একজন ব্যক্তির কাছ থেকে অর্থ লুঠ করার চেষ্টা করেছিলেন। এই ঘটনাটি স্ন্যাপডিলের সিইও নিজেই টুইটারে শেয়ার করেছেন।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
এর আগেও একজন প্রতারক স্ন্যাপডিলের সিইও হিসাবে পরিচয় দিয়ে একজন ব্যক্তির কাছ থেকে অর্থ লুঠ করার চেষ্টা করেছিলেন। এই ঘটনাটি স্ন্যাপডিলের সিইও নিজেই টুইটারে শেয়ার করেছেন।
8/9
![নিজেকে অনলাইনে নিরাপদ রাখতে আপনার ব্যক্তিগত বিবরণ বা অর্থ সংক্রান্ত তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/12/280440b76ece9bf56235a2ded63a66d28a3e5.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
নিজেকে অনলাইনে নিরাপদ রাখতে আপনার ব্যক্তিগত বিবরণ বা অর্থ সংক্রান্ত তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না।
9/9
![আপনার অ্যাকাউন্ট নম্বর, ওটিপি, মোবাইল নম্বর ইত্যাদি কোনও অবস্থাতেই কারও সঙ্গে শেয়ার করবেন না।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
আপনার অ্যাকাউন্ট নম্বর, ওটিপি, মোবাইল নম্বর ইত্যাদি কোনও অবস্থাতেই কারও সঙ্গে শেয়ার করবেন না।
Published at : 12 Apr 2023 06:37 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
হুগলি
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)