এক্সপ্লোর
Adani Net Worth: ধনীর তালিকায় বিশ্বের ১২ নম্বরে, জানেন গৌতম আদানির সম্পদের পরিমাণ
Gautam Adani
1/9

Reliance Industries-এর চেয়ারম্যান মুকেশ আম্বানিকে টপকে ভারত ও এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি এখন গৌতম আদানি। Bloomberg Index এই তথ্য সামনে এনেছে। Bloomberg-এর Global Billionaires Index-এ এই মুহূর্তে আদানি রয়েছেন ১২ নম্বর স্থানে, অন্যদিকে আম্বানি রয়েছেন তাঁর পরেই অর্থাৎ ত্রয়োদশ স্থানে।
2/9

আজ ৫ জানুয়ারি দাঁড়িয়ে গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ ৯৭.৬ বিলিয়ন ডলার। এক ধাপ নীচে থাকা মুকেশ আম্বানির রয়েছে, ৯৭ বিলিয়ন ডলারের সম্পত্তি। এই অর্থবর্ষে ভারতে আর্থিকভাবে লাভবানদের মধ্যে অন্য়তমও আদানি। এর আগে জিন্দাল স্টিলের সাবিত্রী জিন্দাল ছিলেন আর্থিকভাবে সর্বাধিক লাভবান, তাঁকে পরে পেছনে ফেলে দেন মুকেশ আম্বানি। কিন্তু, ২০২৩-এ জায়গা ফিরে পান আদানি।
Published at : 05 Jan 2024 07:50 PM (IST)
আরও দেখুন






















