এক্সপ্লোর
Adani Net Worth: ধনীর তালিকায় বিশ্বের ১২ নম্বরে, জানেন গৌতম আদানির সম্পদের পরিমাণ
Gautam Adani
1/9

Reliance Industries-এর চেয়ারম্যান মুকেশ আম্বানিকে টপকে ভারত ও এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি এখন গৌতম আদানি। Bloomberg Index এই তথ্য সামনে এনেছে। Bloomberg-এর Global Billionaires Index-এ এই মুহূর্তে আদানি রয়েছেন ১২ নম্বর স্থানে, অন্যদিকে আম্বানি রয়েছেন তাঁর পরেই অর্থাৎ ত্রয়োদশ স্থানে।
2/9

আজ ৫ জানুয়ারি দাঁড়িয়ে গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ ৯৭.৬ বিলিয়ন ডলার। এক ধাপ নীচে থাকা মুকেশ আম্বানির রয়েছে, ৯৭ বিলিয়ন ডলারের সম্পত্তি। এই অর্থবর্ষে ভারতে আর্থিকভাবে লাভবানদের মধ্যে অন্য়তমও আদানি। এর আগে জিন্দাল স্টিলের সাবিত্রী জিন্দাল ছিলেন আর্থিকভাবে সর্বাধিক লাভবান, তাঁকে পরে পেছনে ফেলে দেন মুকেশ আম্বানি। কিন্তু, ২০২৩-এ জায়গা ফিরে পান আদানি।
3/9

মোট সম্পদের নিরিখে $97.6 বিলিয়ন ডলার সম্পদের সাথে আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা এখন বিশ্বের 12তম ধনী ব্যক্তি। তালিকায় সবচেয়ে ধনী ভারতীয় ও এশীয় হিসাবে রয়েছে আদানির নাম। বছরে $13.3 বিলিয়ন ডলার (YTD) তুলেছে আদানি গোষ্ঠী। গত বছরের শুরুর দিকে হিন্ডেনবার্গের অভিযোগের মধ্যে আদানি তার নেট মূল্য অনেক পতন দেখেছে।
4/9

আহমেদাবাদের আদানি গ্রুপ গৌতম আদানির নেতৃত্বে, ভারতে একটি বড় ইনফ্রাস্ট্রাকচারাল কোম্পানি। এটি দেশের বৃহত্তম বেসরকারি বন্দরের মালিক এবং বিশ্বব্যাপী কয়লা ব্যবসায় এর একটি বিশিষ্ট ভূমিকা রয়েছে। আদানি এন্টারপ্রাইজ গ্রুপের মধ্যে প্রধান কোম্পানি 31 মার্চ, 2023-এর অর্থবছরের জন্য $17 বিলিয়ন রাজস্ব প্রকাশ করেছে।
5/9

2023-এর জানুয়ারিতে নিউ ইয়র্ক-ভিত্তিক শর্ট সেলার হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গ্রুপের বিরুদ্ধে স্টকের দামে কারচুপি ও হিসেবে গরমিলের অভিযোগ তোলে। যদিও আদানি গ্রুপের পক্ষ থেকে এই দাবিগুলি অস্বীকার করা হয়। এই অভিযোগগুলির পরে আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ারের দামের পতনের ফলে আদানির ভাগ্য প্রায় 60 শতাংশের বিস্ময়করভাবে হ্রাস পেয়েছে। সব মিলিয়ে $69 বিলিয়ন ডলার ধসে যায় আদানি গ্রুপের সম্পদ।
6/9

গৌতম আদানির সম্পদ প্রাথমিকভাবে আদানি গ্রুপের সঙ্গে যুক্ত ছয়টি পাবলিকলি ট্রেড কোম্পানিতে তার মালিকানা থেকে আসে। যেটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন।
7/9

আদানি-হিন্ডেনবার্গ বিবাদে বুধবারই সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি মিলেছে। এবার এল সাফল্যের খতিয়ান। এই মুহূর্তে এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। গত বছর হিন্ডেনবার্গের রিপোর্ট সামনে আসার পর থেকে বিপুল লোকসানের মুখে পড়ে কোম্পানি।
8/9

জানুয়ারিতে এক লপ্তে সামগ্রিক অর্থের ৩৪ শতাংশের বেশি খুইয়ে ফেলেন গৌতম আদানি। যদিও ফের স্বমহিমায় আদানি গ্রুপের চেয়ারম্যান।
9/9

আজ ৫ জানুয়ারি দাঁড়িয়ে গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ ৯৭.৬ বিলিয়ন ডলার। এক ধাপ নীচে থাকা মুকেশ আম্বানির রয়েছে, ৯৭ বিলিয়ন ডলারের সম্পত্তি। এই অর্থবর্ষে ভারতে আর্থিকভাবে লাভবানদের মধ্যে অন্য়তমও আদানি।
Published at : 05 Jan 2024 07:50 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















